শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

‘কফি খাচ্ছিলাম, হঠাৎ দেখি পাঁচ উইকেট নেই’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ১১:৪৪ এএম

শেয়ার করুন:

‘কফি খাচ্ছিলাম, হঠাৎ দেখি পাঁচ উইকেট নেই’

২৪৫ রানের লক্ষ্য, ওয়ানডে ক্রিকেটে আজকের দিনে এটা খুব একটা বড় লক্ষ্য নয়। শুরুর দিকে বাংলাদেশের ব্যাটারদের আত্মবিশ্বাসী খেলায় মনে হচ্ছিল, সহজেই জয় তুলে নেবে লাল-সবুজরা। ১৬ ওভারে দলীয় রান ১০০, উইকেট মাত্র একটি। সেখান থেকে যে এমন ভয়াবহ বিপর্যয় ঘটবে, তা হয়তো কল্পনাও করেননি কেউ।

কিন্তু এরপরই ঘটে সেই চেনা দুঃস্বপ্নের দৃশ্য, পুরো দল গুটিয়ে যায় ১৬৭ রানে। ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৭৭ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় মেহেদী হাসান মিরাজের দলকে।


বিজ্ঞাপন


ম্যাচ শেষে হতভম্ব পেসার তাসকিন আহমেদ জানালেন নিজের প্রতিক্রিয়া। সংবাদ সম্মেলনে এসে তাসকিন বলেন, ‘অবশ্যই আমরা এমন কিছু আশা করিনি। আমরা খুব ভালো মুডে ছিলাম, কফি খাচ্ছিলাম, চিল করছিলাম। কিন্তু মুহূর্তেই দেখি পাঁচ উইকেট পড়ে গেছে। এটা মোটেও সুখকর ছিল না। আমরা এই ভুল থেকে শিক্ষা নেব এবং ভালোভাবে ফিরব।’

তবে এই হারের পর হতাশ না হয়ে সামনে তাকাতে চান তাসকিন। বিশ্বাস রাখছেন দলের সামর্থ্যে এবং ঘুরে দাঁড়ানোর ক্ষমতায়। তিনি বলেন,‘আমি জানি, আমাদের সমর্থকরা চায় আমরা ভালো করি। আমরাও সেটাই চাই। এমন হারের পর কেউই স্বস্তিতে ঘুমাতে পারবে না। আমরা চেষ্টা করছি। সহজ ম্যাচটা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি, এজন্য সমর্থকদের সরি বলছি।’

তাসকিন আরও বলেন,‘আপনারা জানেন, আমরা কেমন দল। আমরা যেভাবে উইকেট হারিয়েছি, তাতে মনে হলেও আমরা এতটা বাজে দল না। আমাদের সবারই সামর্থ্য আছে। আমরা কষ্ট করছি, স্বপ্ন দেখছি। এই ব্যর্থতা কাটিয়ে আমরা ঘুরে দাঁড়াব।’

বাংলাদেশের সামনে এখন সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। ৫ জুলাই, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেটি এখন হয়ে উঠেছে একপ্রকার ‘ডু অর ডাই’ ম্যাচ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর