শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

৫ রানে ৭ উইকেট হারানোর লজ্জার রেকর্ডে বাংলাদেশের সঙ্গী যে দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ১০:০৬ পিএম

শেয়ার করুন:

৫ রানে ৭ উইকেট হারিয়ে লজ্জার রেকর্ড বাংলাদেশের

শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের ক্রিকেটে মুখোমুখি বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে দুই দল। টাইগারদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে ২৪৪ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। 

২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক সময় স্কোরবোর্ডে ছিল ১ উইকেটে ১০০ রান। এক সময় জয়ের পথেই ছিল দলটি, কিন্তু এক রানআউট থেকে শুরু হয় ব্যাটিং ধস। মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে টাইগাররা। তাতে লজ্জার এক রেকর্ডে ভাগ বসালো টাইগাররা। 


বিজ্ঞাপন


ওয়ানডেতে এত কম রানে এর আগে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট হারায়নি কোনো দল। আগের রেকর্ড ৮ রান। ২০২০ সালে নেপালের বিপক্ষে ২৩ থেকে ৩১, এই ৮ রানে যুক্তরাষ্ট্র হারায় দ্বিতীয় থেকে অষ্টম উইকেট।

এদিন অভিষিক্ত পারভেজ ইমন দ্রুত আউট হলেও তানজিদ হাসান তামিম ও শান্ত মিলে গড়েন ৭১ রানের জুটি। ফিফটি তুলে নেন তানজিদ। শান্ত রান আউট হওয়ার পর শুরু হয় ভয়াবহ পতন।

শান্তর বিদায়ের পর মাত্র ৫ রান যোগ করতে ফিরেন লিটন দাস (০), তানজিদ হাসান (৬২), হৃদয় (১), মিরাজ (০), তানজিম (০) এবং তাসকিন (০)। এই ধ্বংসযজ্ঞের নায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিস।

এখন পর্যন্ত ক্রিজে আছেন কেবল জাকের আলি অনিক। শেষ ব্যাটার মুস্তাফিজকে সঙ্গে নিয়ে হারের ব্যবধান কমানোর চেষ্টা করছেন তিনি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর