সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সৌদি লিগে ঋতুপর্ণাকে দেখতে চান বাংলাদেশ কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ০৯:৫৩ পিএম

শেয়ার করুন:

সৌদি লিগে ঋতুপর্ণাকে দেখতে চান বাংলাদেশ কোচ

গত বছরের সাফ চ্যাম্পিয়নশিপ থেকে নিজেকে নতুনভাবে চিনিয়েছেন ঋতুপর্ণা চাকমা। গ্রুপ পর্বে নিজের পারফরম্যান্সে হতাশ থাকলেও সেমিফাইনাল ও ফাইনালে দুর্দান্ত খেলেছেন তিনি। নেপালের বিপক্ষে তাঁর শিরোপা জেতানো গোল এখনো মনে গেঁথে আছে ফুটবলপ্রেমীদের।

এবার এশিয়ান কাপ বাছাইয়ে আবারও নায়কত্ব করলেন এই তরুণী। গ্রুপ পর্বে প্রথমে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। এরপর মিয়ানমারের বিপক্ষে ২-১ গোলের ঐতিহাসিক জয়, দুই গোলই ঋতুপর্ণার বাঁ পা থেকে।


বিজ্ঞাপন


ইয়াঙ্গুনের থুউনা স্টেডিয়ামে শক্তিশালী স্বাগতিকদের বিপক্ষে এই জয় ছিল বিশেষ তাৎপর্যের। কারণ, র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১২৮ নম্বরে, যেখানে মিয়ানমার ৫৫ নম্বরে। ৭ বছর আগে একই মাঠে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই হারের প্রতিশোধ নিয়েছে এবার।

ম্যাচশেষে কোচ পিটার বাটলার ঋতুপর্ণার প্রশংসায় ভাসিয়েছেন। বলেছেন, “এই মেয়ের সৌদি আরব, মধ্যপ্রাচ্য বা আরও ভালো কোনো লিগে খেলার সামর্থ্য রয়েছে।” বাটলার আরও বলেন, “সে সাহসী, কঠিন মেয়ে এবং এখনো তরুণ। তার সামনে বিশাল সম্ভাবনা অপেক্ষা করছে। আমি চাই সে আরও বড় পর্যায়ে খেলুক।”

বাংলাদেশে নিয়মিত নারী লিগ না থাকায় বর্তমানে ভুটানের লিগে খেলছেন ঋতুপর্ণা, যা বাটলারের মতে, দুঃখজনক। মিয়ানমারের বিপক্ষে জয় প্রসঙ্গে কোচ জানান, “আমাদের পরিকল্পনা ছিল এবং আমরা নিঁখুত প্রস্তুতি নিয়েছিলাম। ওদের পাসিং ফুটবল ঠেকিয়ে রেখেছি। রক্ষণে আমাদের মেয়েরা দারুণ কাজ করেছে।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর