সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৫ রানে ৭ উইকেট হারিয়ে লজ্জার হারের মুখে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ০৯:০৮ পিএম

শেয়ার করুন:

৩ রানে ৫ উইকেট হারিয়ে হারের মুখে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের ক্রিকেটে মুখোমুখি বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে দুই দল। টাইগারদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে ২৪৪ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার বোলিং তোপে ৫ রানে ৭ উইকেট হারিয়ে হারের মুখে টাইগাররা। 

২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক সময় স্কোরবোর্ডে ছিল ১ উইকেটে ১০০ রান। সেখান থেকে মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে অবিশ্বাস্য ব্যাটিং ধসের শিকার হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১০৫ রানে পরিণত হয় টাইগারদের ইনিংস, যা ম্যাচ থেকে ছিটকে পড়ার মতোই এক বিপর্যয়।


বিজ্ঞাপন


ওয়ানডে অভিষেকে পারভেজ হোসেন ইমন শুরুটা ভালো করলেও ১৩ রানের বেশি যেতে পারেননি। এরপর তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত মিলে গড়েন ৭১ রানের জুটি। তবে শান্ত রানআউট হলে যেন শুরু হয় ব্যাটিং ধস।

লিটন দাস গোল্ডেন ডাক, এরপর দ্রুতই সাজঘরে ফেরেন তানজিদ (৬২), হৃদয় (০), মিরাজ (০)। লঙ্কানদের ঘূর্ণিতে কাবু হন সবাই। হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসের ঘূর্ণি আর নিয়ন্ত্রিত বোলিংয়ে একেবারে ভেঙে পড়ে বাংলাদেশের মিডল অর্ডার। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৫ রান। 

এর আগে টস জিতে ব্যাটিং নিয়ে শ্রীলঙ্কা করে ২৪৪ রান। শুরুতে তাসকিন আহমেদ ও তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২৯ রানে ৩ উইকেট হারায় লঙ্কানরা। এরপর চারিথ আসালাঙ্কা একা লড়াই করে ১০৬ রানের ইনিংস খেলেন। তাসকিন ৪৭ রানে ৪ উইকেট এবং তানজিম সাকিব ৪৫ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে রাখার চেষ্টা করেন। অভিষেকে ভালো বোলিং করেন স্পিনার তানভীর ইসলামও। 


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর