টেস্ট সিরিজে হারের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের ক্রিকেটে মুখোমুখি বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে দুই দল। টাইগারদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপে ২৪৪ রানে গুটিয়ে যায় লঙ্কানরা।
কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। তবে শুরুটা ছিল একেবারেই হতাশাজনক। বাংলাদেশের পেসারদের দারুণ বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে যায় লঙ্কানরা।
বিজ্ঞাপন
প্রথম আঘাতটা আনেন তানজিম হাসান সাকিব। মাত্র ৮ বল খেলে রানের খাতা না খুলেই ফিরেন ওপেনার পাথুম নিসাঙ্কা। এরপর দ্বিতীয় ওপেনার নিশান মাদুশকাকেও সাজঘরে পাঠান তাসকিন আহমেদ। তিনি করেন ১৩ বলে ৬ রান। পরের ওভারে চারে নামা কামিন্দু মেন্ডিসও ৪ বল খেলে কোনো রান না করেই তাসকিনের বলে আউট হয়ে ফেরেন।
মাত্র ২৯ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে শ্রীলঙ্কা। তবে সেই চাপ সামাল দেন কুশল মেন্ডিস ও অধিনায়ক চারিথ আসালাঙ্কা। দুজনে মিলে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে এগিয়ে যান কুশল, তবে ফিফটির কাছাকাছি গিয়ে ৪৩ বলে ৪৫ রান করে তানভীর ইসলামের বলে আউট হন তিনি। দলীয় রান তখন ৮৯।
অন্যদিকে একপ্রান্ত ধরে ব্যাট করে যান আসালাঙ্কা। তার ব্যাটে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে থাকে শ্রীলঙ্কা। ছয় নম্বরে নামা জানিথ লিয়ানাগে ৪০ বলে ২৯ রান করে শান্তর বলে আউট হন। এরপর আসালাঙ্কার সঙ্গে ছোট ছোট জুটি গড়েন মিলান রাথনায়েকে (২২ রান) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (২২ রান)। শেষ দিকে ঝড় তোলেন আসালাঙ্কা। পূর্ণ করেন দারুণ এক সেঞ্চুরি। খেলেন ১২৩ বলে ১০৬ রানের অনবদ্য ইনিংস।
তবে ইনিংসের শেষ ওভারে তানজিম হাসান সাকিব ফেরান তাকে। এরপর একই ওভারে রানআউট হন ঈশান মালিঙ্কা। শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারে ২৪৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেন তাসকিন আহমেদ। তানজিম হাসান সাকিব নেন ৩ উইকেট। তানভীর ইসলাম ও নাজমুল হোসেন শান্ত পেয়েছেন একটি করে উইকেট