এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্বে প্রথম ম্যাচে বাহারাইনের বিপক্ষে ৭ গোলের উৎসবে করে মাঠ ছাড়ে বাংলাদেশ। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মিয়ানমারের বিপক্ষে মাঠে নেমেছে টাইগ্রেসরা। এই ম্যাচে জয় পেলেই মূলপর্বে ওঠার দারুণ সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশের। এমন ম্যাচে ইয়াংগুনের থুউন্না যুব ট্রেইনিং সেন্টার স্টেডিয়ামে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আছে টাইগ্রেসরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে লাল-সবুজরা। দ্বিতীয় মিনিটেই মনিকার একটি ক্রস রুখে দেন মিয়ানমারের গোলরক্ষক ফখিন মো মো তুন। পরের মিনিটে প্রতিপক্ষের আক্রমণ ঠেকান শামসুন্নাহার সিনিয়র। ১৮ মিনিটে শামসুন্নাহার দারুণ ড্রিবল করে বক্সের দিকে এগোলে তাকে ফাউল করেন খিন ম্যো থান্ডার তুন।
বিজ্ঞাপন
সেই ফাউলের জন্য বাংলাদেশ পায় ফ্রি-কিক। ঋতুপর্ণা চাকমার নেওয়া প্রথম শটটি প্রতিহত হলেও ফিরতি বল থেকেই কোণাকুনি শটে জাল খুঁজে নেন তিনি। বাংলাদেশ এগিয়ে যায় ১-০ ব্যবধানে। ২৪ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ঋতুপর্ণার ক্রসে ছোট বক্সে শামসুন্নাহার জুনিয়রের শট পোস্টে লেগে ফিরে আসে।
এরপর ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মিয়ানমার। একাধিক সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় স্বাগতিকরা। যোগ করা সময়ে সান থাও থাও একটি সহজ সুযোগ নষ্ট করেন। তাতে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ।