সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমি কারও প্রতি ক্ষোভ পুষে রাখি না- স্যামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

আমি কারও প্রতি ক্ষোভ পুষে রাখি না- স্যামি

ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন, বার্বাডোস টেস্টে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ম্যাচ অফিসিয়ালরা ভুল স্বীকার করেছেন। তবে দক্ষিণ আফ্রিকার আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টকের প্রতি কোনো ক্ষোভ নেই বলেও জানালেন তিনি। বার্বাডোসে টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন হোল্ডস্টক, তবে গ্রেনাডায় দ্বিতীয় টেস্টে মাঠের আম্পায়ার হিসেবে থাকছেন তিনি।

বার্বাডোস টেস্টের পর হোল্ডস্টকের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলায় স্যামিকে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হয়েছে, সঙ্গে পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্ট। রোস্টন চেইস ও শাই হোপকে ঘিরে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েই মূলত আপত্তি জানিয়েছিলেন তিনি। হোপের বিষয়টি নিয়েও মত প্রকাশ করেন স্যামি, তবে চেইসের তীব্র সমালোচনা করলেও আইসিসি থেকে শাস্তি পাননি ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার।


বিজ্ঞাপন


স্যামি বলেন, “আমি চাইনি, আমার খেলোয়াড়েরা সেই সংবাদ সম্মেলনে আসে। কারণ তাদের হয়তো এমন প্রশ্ন করা হতো যা তাদের জন্য বিব্রতকর হতে পারত। আমি যেটা বলেছি, সেটা আমার বিশ্বাস থেকেই বলেছি।”

“আমরা ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে আবারও আলোচনা করেছি। তারা কিছু বিষয় পরিষ্কার করেছেন এবং কিছু ভুলের কথাও স্বীকার করেছেন। তবে এটা বার্বাডোস ছিল, এখন আমরা গ্রেনাডায়। এসব পেছনে ফেলে এসেছি।”

হোল্ডস্টকের বিষয়ে নিজের মন্তব্য নিয়ে কোনো আফসোস আছে কি না এমন প্রশ্নে স্যামির জবাব, “আমি কারও প্রতি ক্ষোভ পুষে রাখি না। আমি যেটা দেখেছি, সেটাই বলেছি। এজন্য শাস্তিও পেয়েছি। তবে আমি অ্যাড্রিয়ানের জন্য শুভকামনা জানাই। আমরা সবাই মানুষ। আম্পায়ারদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি চাই ওর দুর্দান্ত একটি ম্যাচ যাক।”

অস্ট্রেলিয়া অবশ্য আম্পায়ারিং বিতর্কে প্রকাশ্যে কিছু বলেনি। তবে বার্বাডোসে সিদ্ধান্তগুলো নিজেদের পক্ষেই গেছে, তা স্বীকার করেছে দলটি। তবে এক পর্যায়ে শাই হোপের ক্যাচ নিয়ে বিভ্রান্ত ছিলেন অস্ট্রেলিয়ান কিপার অ্যালেক্স কেরি। তিন বছর পর টেস্টে ফেরা হোপ ৪৮ রানে ব্যাট করছিলেন, যখন বেউ ওয়েবস্টারের বলে ইনসাইড এজে কেরির কাছে ধরা পড়েন। কেরি পূর্ণদৈর্ঘ্যে ডাইভ দিয়ে বল ধরেন। যদিও টিভি রিপ্লে দেখে তার মনে হয়েছিল, সিদ্ধান্ত বদলে যেতে পারে।


বিজ্ঞাপন


শেষ পর্যন্ত টিভি আম্পায়ার হোল্ডস্টক হোপকে আউট ঘোষণা করেন। অথচ ম্যাচের আগেই অস্ট্রেলিয়ার ইনিংসে হোপের নেওয়া একটি নিচু ক্যাচকে ‘নট আউট’ ঘোষণা করেছিলেন এই হোল্ডস্টকই।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর