শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কেমন হবে বাংলাদেশের একাদশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কেমন হবে বাংলাদেশের একাদশ

শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে হেরেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ড্র করে আশার আলো দেখালেও শেষ পর্যন্ত দ্বিতীয় ম্যাচ হেরে সিরিজ খোয়ায় সফরকারীরা। লাল বলের লড়াই শেষে এবার দুই দল মুখোমুখি রঙিন পোশাকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে দুই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুপুর ৩টায় লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

লঙ্কানদের বিপক্ষে সিরিজ দিয়েই অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে মেহেদী হাসান মিরাজের। তবে মাঠে নামার আগে খুব একটা সুখস্মৃতি নেই টাইগারদের। লঙ্কানদের বিপক্ষে এ পর্যন্ত ৫৭টি ওয়ানডে খেলে বাংলাদেশের জয় ১২ ম্যাচে, বিপরীতে শ্রীলঙ্কার জয় ৪৩টি।


বিজ্ঞাপন


র‍্যাঙ্কিংয়েও বেশ এগিয়ে লঙ্কানরা। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন একেবারে তলানিতে যেখানে শ্রীলঙ্কা আছে ৪ নম্বরে। সেই সঙ্গে নিজেদের শেষ পাঁচ ওয়ানডের পাঁচটিতে হেরেছে বাংলাদেশ। তাই ঘরের মাটিতে টাইগারদের বিপক্ষে সিরিজে ফেভারিত স্বাগতিকরা।

মিরাজের অধীনে ওয়ানডে বাংলাদেশের একাদশ কেমন হবে তা নিয়ে আগ্রহ অনেকের। ধারণা করা হচ্ছে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে। মিডল অর্ডারে দলের হাল ধরবেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়রা। 

আর লোয়ার অর্ডারে থাকবেন লিটন দাস ও অধিনায়ক মিরাজের মত অভিজ্ঞ ক্রিকেটার। সেই সঙ্গে ফিনিশার হিসেবে থাকবেন জাকের আলী অনিক। আর বোলিংয়ে নেতৃত্ব দিবেন তাসকিন আহমেদ। চোট কাটিয়ে এ ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন তিনি। তার সঙ্গে আরও থাকনবেন মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা। আর স্পিনার হিসেবে থাকবেন তানভীর ইসলাম।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:  
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর