উত্তেজনা, রোমাঞ্চ আর সমালোচনাকে সঙ্গে নিয়েই এগিয়ে চলছে ফিফা ক্লাব বিশ্বকাপের এবারের আসরের খেলা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের নকআউট পর্বের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে গতকাল রাতে। ইতোমধ্যেই ছিটকে গেছে ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি আর ইন্টার মিয়ামির মত দলগুলো। তবে উত্তেজনা এখনো তুঙ্গে কেননা শিরোপার লড়াইয়ে আছে রিয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, পিএসজি আল হিলাল।
শেষ ষোলোর বাধা পেরিয়ে এ দলগুলো জায়গা নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালে। রাউন্ড অব সিক্সটিনের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গতকাল। এরপর নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনালে লড়তে যাওয়া ৮ দলের নাম, আর কোন দলের প্রতিপক্ষই বা কে।
বিজ্ঞাপন
রাউন্ড অব সিক্সটিনের শেষ ম্যাচে গতকাল মাঠে নেমেছিল বরুশিয়া ডর্টমুন্ড ও মন্টেরি। এই ম্যাচ জিতে ডর্টমুন্ড নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। ওদিকে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে রিয়াল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
ওদিকে শেষ আটের আরেক ম্যাচে লড়বে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ও সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি। সৌদি প্রো লিগের দল আল হিলাল লড়বে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে। আর হাই ভোল্টেজ ম্যাচে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি লড়বে বায়ার্ন মিউনিখের সঙ্গে।
ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের সূচি
ম্যাচ | ভেন্যু |
আল হিলাল-ফ্লুমিনেন্স | ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম |
চেলসি-পালমেইরাস | লিঙ্কন ফাইনান্সিয়াল ফিল্ড |
পিএসজি-বায়ার্ন মিউনিখ | মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম |
রিয়াল মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ড | মেটলাইফ স্টেডিয়াম |