ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড রিয়াল মাদ্রিদের জার্সিতে পেলেন নিজের প্রথম অ্যাসিস্ট। তাঁর দুর্দান্ত ক্রস থেকে গোল করলেন গঞ্জালো গার্সিয়া। আর সেই একমাত্র গোলেই জুভেন্টাসকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে জাবি আলোনসোর দল।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে টুর্নামেন্টে চতুর্থ ম্যাচে টানা শুরুর একাদশে সুযোগ পান আলেক্সান্ডার-আর্নল্ড। প্রথমার্ধে বেশ নীরব থাকলেও দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে অসাধারণ এক ক্রসে গার্সিয়াকে গোলের সুযোগ করে দেন তিনি। গার্সিয়ার হেড ঠেকাতে পারেননি জুভেন্টাসের গোলকিপার।
বিজ্ঞাপন
আলোনসো এই ম্যাচেও ৫-৩-২ ছকে দল সাজান। তবে ম্যাচের শুরুতে তাদের রক্ষণভাগে দুর্বলতা চোখে পড়ে। সুযোগ পেয়ে এগিয়ে যেতে পারত জুভেন্টাস। কেনান ইলদিজের লং পাসে একা ছুটে গিয়ে দুর্দান্ত একটি সুযোগ নষ্ট করেন র্যান্ডাল কোলো মুয়ানি। এরপর ইলদিজের দূরপাল্লার শট যায় পোস্টের বাইরে।
মাদ্রিদের প্রথমার্ধে সবচেয়ে ভালো সুযোগটি আসে জুড বেলিংহ্যামের পায়ে। কিন্তু কঠিন অ্যাঙ্গেল থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন জুভেন্টাসের গোলরক্ষক মিশেল দি গ্রেগোরিও। এরপর ফেডেরিকো ভালভারদের একটি শটও এক হাতে দুর্দান্তভাবে রুখে দেন তিনি।
দ্বিতীয়ার্ধে শুরুতেই দারুণ দুটি সেভ করেন দি গ্রেগোরিও- প্রথমে বেলিংহ্যাম, এরপর ডিন হুইসেনের শট ঠেকিয়ে দেন। তবে ৫৪তম মিনিটে ট্রেন্টের ক্রস থেকে গার্সিয়ার হেড আর ঠেকাতে পারেননি। ৭০তম মিনিটে গার্সিয়াকে তুলে নেন আলোনসো। তাঁর জায়গায় মাঠে নামেন কিলিয়ান এমবাপ্পে, যিনি ভাইরাসজনিত পেটের সমস্যা থেকে সেরে উঠে এই প্রথম খেলতে নামলেন ক্লাব বিশ্বকাপে।
বিজ্ঞাপন
কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ঠিক হবে বরুশিয়া ডর্টমুন্ড। জয়ের ধারায় থাকা আলোনসোর দল আগামী ম্যাচেও নজর রাখবে ফাইনালের পথ ধরে এগিয়ে যাওয়ার দিকে।