টানা দ্বিতীয় বছরের মতো অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি ক্রিকেটের আয়োজিত টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। এশিয়া থেকে বাংলাদেশ ছাড়াও এই আসরে অংশ নেবে পাকিস্তান শাহিনস (‘এ’ দল) ও নেপাল জাতীয় দল।
মঙ্গলবার এক বিবৃতিতে নর্দান টেরিটরি ক্রিকেট জানায়, ডারউইনে আগামী ১৪ আগস্ট বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ম্যাচ দিয়ে ১১ দলের এই টুর্নামেন্টের পর্দা উঠবে। অংশগ্রহণকারী বাকি দলগুলোর নাম ও পূর্ণাঙ্গ সূচি পরবর্তীতে জানানো হবে।
বিজ্ঞাপন
২০২৪ সালে আয়োজিত টপ এন্ড সিরিজের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। তবে শিরোপা লড়াইয়ের ম্যাচে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে যায় তারা। সেই আসরে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আকবর আলী। গত মে মাসে জাতীয় দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টুয়েন্টিতে ৫৩ বলে সেঞ্চুরি হাঁকানো পারভেজ হোসেন ইমনও ওই সিরিজে খেলেছিলেন।
পাকিস্তানের স্বাধীনতা দিবসকে সামনে রেখে ১৪ আগস্ট বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ রাখা হয়েছে। টুর্নামেন্টের বাকি সূচি এখনও চূড়ান্ত হয়নি। অস্ট্রেলিয়ার মাটিতে এই টুর্নামেন্ট বাংলাদেশ জাতীয় দলের ভবিষ্যত ক্রিকেটারদের অভিজ্ঞতা বাড়াবে বলে মনে করেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন।
নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সিইও গ্যাভিন ডোভি বলেন, 'পিসিবি ও বিসিবিকে আবার ডারউইনে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। এই টুর্নামেন্ট শুধুই খেলাধুলার নয়, বরং নর্দার্ন টেরিটরিকে ভ্রমণ, বসবাস, কাজ কিংবা পড়াশোনার জন্য জনপ্রিয় করে তোলার একটি উদ্যোগও বটে। পাকিস্তান ও বাংলাদেশ—বিশ্বের অন্যতম জনবহুল দেশ—এবং নেপালের অংশগ্রহণে এই আসর আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।'
বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'ডারউইনে ফিরে আসতে পারায় আমরা আনন্দিত। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা উদীয়মান খেলোয়াড়দের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা। ১৪ আগস্টের উদ্বোধনী ম্যাচটিকে আমরা বিশেষভাবে দেখছি, যেখানে আমাদের তরুণ প্রতিভার ঝলক দেখানোর সুযোগ থাকবে।'