শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করে যা বললেন আল হিলাল কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৫, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করে যা বললেন আল হিলালের কোচ

ক্লাব বিশ্বকাপের নাটকীয় এক ম্যাচে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে অতিরিক্ত সময়ে ৪-৩ গোলে হারিয়ে কাঁপিয়ে দিয়েছে সৌদি ক্লাব আল-হিলাল। ম্যাচ শেষে কোচ সিমোনে ইনজাঘি এই জয়কে তুলনা করলেন, “অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়”-এর সঙ্গে!

রোমাঞ্চকর এই ম্যাচে আল-হিলালের হয়ে দুইটি গোল করেন মার্কোস লিওনার্দো, যার দ্বিতীয়টি ১১২তম মিনিটে এসে নিশ্চিত করে জয়। শুরুতে সিটির হয়ে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন বার্নার্দো সিলভা। এরপর মালকম ও লিওনার্দোর গোলে ম্যাচে এগিয়ে যায় আল-হিলাল।


বিজ্ঞাপন


তবে হাল ছাড়েনি সিটি। হালান্ডের গোল আবার ম্যাচে ফিরিয়ে আনে দলকে। পরে কুলিবালির হেডে এগিয়ে যায় আল-হিলাল, ফিল ফোডেন আবার সমতা ফেরান। কিন্তু শেষ কথা বলেন লিওনার্দো, তার শেষ মুহূর্তের গোলে হার মানে গার্দিওলার দল।

গার্দিওলার কোচিং ক্যারিয়ারে ক্লাব বিশ্বকাপে আগের ১১ ম্যাচে প্রতিপক্ষরা মিলে করেছিল ৪ গোল। এবার এক ম্যাচেই সেই সংখ্যক গোল হজম করল তার দল। ম্যাচে মাত্র ৬টি অন-টার্গেট শটের মধ্যে ৪টি থেকেই গোল আদায় করে নেয় আল-হিলাল। তাদের ‘এক্সপেকটেড গোল’ ছিল ৩.২, যা ছাড়িয়ে গেছে বাস্তবে।

জয়ের পর আল-হিলাল কোচ ইনজাঘি বলেন, “এই জয় আমাদের খেলোয়াড়দের হৃদয়ের জোরে সম্ভব হয়েছে। আমরা জানতাম, ম্যানচেস্টার সিটির বিপক্ষে জিততে হলে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে হবে। এটা ছিল অক্সিজেন ছাড়া এভারেস্টে ওঠার মতো চ্যালেঞ্জ।” তিনি আরও বলেন, “গার্দিওলা বিশ্বের সেরা কোচ। কিন্তু আজ আমরা যা করেছি, সেটা আমাদেরই প্রাপ্য।”

ম্যাচের শেষ গোলটি যিনি তৈরি করে দিয়েছিলেন, সেই সাভিচ বলেন, “আমরা দেখিয়ে দিলাম, আমাদের লিগ বা দলকে ছোট করে দেখার কিছু নেই। রিয়াল মাদ্রিদ, সালজবুর্গ, পাচুকা আর আজ সিটির বিপক্ষে, প্রতিবারই আমরা প্রমাণ করেছি নিজেদের শক্তি।”


বিজ্ঞাপন


ম্যাচে ৩০টি শট নেয় সিটি, যার মধ্যে ১৪টি ছিল গোলমুখে। কিন্তু আল-হিলালের গোলকিপার ইয়াসিন বুনু ছিলেন দুর্দান্ত, করেন ১০টি সেভ। সিটির ‘এক্সপেকটেড গোল’ ছিল ৪.২, কিন্তু বাস্তবে তা হয়নি।

গার্দিওলা বলেন, “খুবই হতাশাজনক। দলটা দারুণ খেলেছে, ভালো অবস্থায় ছিল। কিন্তু ম্যাচে ছোট ছোট ফারাকই বড় হয়ে দাঁড়ায়। আমরা সুযোগ তৈরি করেছি, কিন্তু কাজে লাগাতে পারিনি।” তবে গার্দিওলা এটাও যোগ করেন, “এখন আমরা বিশ্রাম নিতে পারব। আগামী মৌসুমের জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়া যাবে।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর