ক্লাব বিশ্বকাপে জুভেন্টাসের বিপক্ষে শেষ ষোলো ম্যাচেই রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক হতে পারে কিলিয়ান এমবাপের। সোমবার হার্ড রক স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দিয়েছেন রিয়ালের কোচ জাবি আলোনসো।
“সে খেলবে কি না নিশ্চিত না, তবে খেলার ভালো সম্ভাবনা আছে,” বলেন আলোনসো। ক্লাব বিশ্বকাপে রিয়ালের প্রথম ম্যাচের আগেই পেটের সমস্যায় ভুগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এমবাপে। যে কারণে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই মিস করেছেন তিনি। এমবাপেকে ছাড়াই রিয়াল সেখানে দুটি ম্যাচ জিতেছে, একটি ড্র করেছে।
বিজ্ঞাপন
এই ম্যাচ দিয়ে এমবাপে ফিরলে, তা টুর্নামেন্টের জন্য বড় এক স্বস্তি হবে। কারণ, আগেই বিদায় নিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি, তাও এমবাপের পুরনো ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের কাছে হেরে।
এমবাপের সম্ভাব্য ফেরা ছাড়াও রিয়াল মাদ্রিদ দলে ফিরছেন অধিনায়ক দানি কারভাহাল ও সেন্টারব্যাক এদের মিলিতাও। এই দুজনকে দেখা যেতে পারে জুভেন্টাসের বিপক্ষে একাদশে, জানিয়েছেন কোচ আলোনসো।
দীর্ঘদিন চোটে মাঠের বাইরে ছিলেন কারভাহাল। গত মৌসুমে চোট পেয়ে অস্ত্রোপচার করাতে হয়েছিল এসিএল ইনজুরির কারণে। তবে অবশেষে তিনি ফিরতে প্রস্তুত। “আমি এখন বেঞ্চে থাকার জন্যও প্রস্তুত, কোচ চাইলে মাঠেও নামতে পারি। এটাই এখন সবচেয়ে বড় আনন্দের,” রিয়ালের পাম বিচ গার্ডেনস ট্রেনিং সেন্টারে সাংবাদিকদের। বলেন কারভাহাল।
চোটের কারণে নিয়মিত ডিফেন্ডারদের ছাড়া চলেছে রিয়ালের ক্লাব বিশ্বকাপ মিশন। সেই শূন্যতা পূরণে নতুন যোগ দেওয়া ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও ডিন হুইসেনকে প্রতি ম্যাচেই খেলাতে হয়েছে রিয়ালকে। তবে কারভাহাল ও মিলিতাও ফিরলে রক্ষণভাগ কিছুটা হলেও স্বস্তি পাবে, এমনটাই মনে করছেন কোচ আলোনসো। এখন অপেক্ষা শুধু, জুভেন্টাসের বিপক্ষে বড় মঞ্চে এমবাপে কি ফিরতে পারেন সেই বহুল প্রতীক্ষিত অভিষেক নিয়ে।

