দেশের মাটিতে আগামী আগস্টে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের হাই ভোল্টেজ সিরিজ আয়োজনের কথা ছিল। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে চলতি বছর বাংলাদেশে দল পাঠাতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে জানা গেছে- নিরাপত্তার কারণেই সিরিজটি আপাতত স্থগিত করা হয়েছে। বিসিসিআইকে বিকল্প সময় চেয়ে প্রস্তাবও পাঠিয়েছে বিসিবি।
বিজ্ঞাপন
বিসিসিআই নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করলেও ওই সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করবে বিসিবি। তাই এ বছর আর ভারত সিরিজ আয়োজন সম্ভব হচ্ছে না।
নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে অনুষ্ঠিত বিসিবির প্রথম পূর্ণাঙ্গ বোর্ড মিটিংয়ে জানানো হয়, সিরিজটি পরবর্তী কোনো আন্তর্জাতিক উইন্ডোতে আয়োজনের চেষ্টা করা হবে।
প্রাথমিক সূচি অনুযায়ী, ১৩ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা ছিল ভারতীয় দলের। ১৭, ২০ ও ২৪ আগস্ট তিনটি ওয়ানডে এবং ২৬ ও ৩০ আগস্ট দুটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল মিরপুর ও চট্টগ্রামে।
এই সিরিজের মধ্য দিয়েই প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হতো।