ক্লাব বিশ্বকাপে আরও একবার ইউরোপের শক্তিশালী ক্লাবকে হারাল ব্রাজিলের ক্লাব। মাসখানেক আগে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলা ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্স। এই জয়ে শেষ ষোলো থেকে ছিটকে গেল ইতালিয়ান ক্লাবটি।
ম্যাচের শুরুতেই ফ্লুমিনেন্স এগিয়ে যায় কানোর হেডে। আরিয়াসের ক্রস ইন্টারের বাস্তোনির গায়ে লেগে ইন্টার গোলরক্ষক ইয়ান সমারের পায়ের ফাঁক দিয়ে চলে গেলে সহজেই গোল করেন তিনি। প্রথমার্ধেই ইগনাসিও আরেকটি গোল করেছিলেন, কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়।
বিজ্ঞাপন
দ্বিতীয়ার্ধে ইন্টার মার্টিনেজের শট ও আরও কয়েকটি আক্রমণে সমতা ফেরানোর চেষ্টা করলেও ফ্লুমিনেন্সের রক্ষণ ভাঙতে পারেনি। বরং ম্যাচের শেষ দিকে ফ্লুমিনেন্সের হারকিউলিস বক্সে ঢুকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
২০২৩ সালের কোপা লিবার্তাদোরেস জেতায় ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ফ্লুমিনেন্স। এ নিয়ে দুইটি ব্রাজিলিয়ান ক্লাব- ফ্লুমিনেন্স ও পালমেইরাস শেষ আটে খেলবে।
ফ্লুমিনেন্স অধিনায়ক ৪০ বছর বয়সী থিয়াগো সিলভা ম্যাচ শেষে বলেন, 'আমরা জানতাম ইন্টার সহজ প্রতিপক্ষ হবে না। তবে আমরা দারুণ খেলেছি।'
ম্যাচসেরা হন ফ্লুমিনেন্সের কলম্বিয়ান উইঙ্গার জন আরিয়াস। তিনি বলেন, 'এটি শুধু আমাদের নয়, পুরো দক্ষিণ আমেরিকার জন্যই বড় জয়।'

