পেশাদার ফুটবলে ব্যস্ত সূচির কারণে খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ দিন দিন কমে আসছে। এরইমধ্যে ক্লাব বিশ্বকাপ যেন আরও চাপ বাড়াচ্ছে দলগুলোর ওপর। এমন উদ্বেগ প্রকাশ করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
গার্দিওলার মতে, প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগে ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া তাদের দলের জন্য বিপদ ডেকে আনতে পারে। তিনি বলেন, ‘এই টুর্নামেন্ট আমাদের ধ্বংস করে দিতে পারে। শেষ হলে বুঝতে পারবো আসলে কী হয়েছে।’
বিজ্ঞাপন
ম্যানসিটি তাদের প্রিমিয়ার লিগ মৌসুম শেষ করেছে ২৫ মে। এর তিন সপ্তাহ পর, ১৮ জুন শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপ। সোমবার শেষ ষোলোতে সিটির প্রতিপক্ষ সৌদি ক্লাব আল হিলাল। যদি সিটি ফাইনালে ওঠে, তাহলে ১৩ জুলাই পর্যন্ত টুর্নামেন্টে খেলতে হবে তাদের। এরপর মাত্র এক মাস সময় পাবে তারা আগামী প্রিমিয়ার লিগ মৌসুমের (শুরু ১৬ আগস্ট) প্রস্তুতির জন্য।
গার্দিওলা শঙ্কা প্রকাশ করে বলেন, ‘হয়তো নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারিতে বিপর্যয় নেমে আসতে পারে। কারণ আমরা ক্লান্ত থাকবো, ক্লাব বিশ্বকাপ হয়তো আমাদের ধ্বংস করে দেবে। এখনই কিছু বলা যাচ্ছে না, কারণ এমন টুর্নামেন্ট আমরা প্রথমবার খেলছি।’
তিনি আরও বলেন, ‘ফুটবলাররা আগেও জাতীয় দলের হয়ে বড় টুর্নামেন্টে অংশ নিয়েছে। তাই মানসিকভাবে বিশ্রাম নেওয়ার সুযোগ খুব দরকার। সেটা না হলে ক্লান্তি কাটিয়ে ওঠা কঠিন।’
এই বিষয়ে গার্দিওলা একমত হয়েছেন লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপের সঙ্গে, যিনি ক্লাব বিশ্বকাপকে ‘অর্থহীন’ বলে অভিহিত করেছিলেন। ক্লপের মতে, অতিরিক্ত খেলার কারণে এমন ইনজুরির ঢল নামবে, যা আগে কখনও দেখা যায়নি। গার্দিওলা মনে করেন, ক্লপের সেই আশঙ্কা অমূলক নয়।

