মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ কী দেখে ফেলল ফুটবল বিশ্ব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ১১:৪৮ এএম

শেয়ার করুন:

মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ কী দেখে ফেলল ফুটবল বিশ্ব
ছবি: সংগৃহীত

আটলান্টার ক্লাব বিশ্ব কাপে সম্ভবত নিজের শেষ বড় মঞ্চে খেলতে নেমেছিলেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। ৩৮ বছর বয়সেও তিনি যে দর্শকদের মুগ্ধ করতে পারেন, তা প্রমাণ করেছেন। তবে ফুটবল দিন শেষে দলগত খেলা সেখানেই ইন্টার মিয়ামি প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)-এর কাছে ৪-০ গোলে হেরে গেছে। 

এই ম্যাচের পরই প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষ ম্যাচ দেখে ফেললো কী না ফুটবল বিশ্ব! কেননা ২০২৫ সালের শেষে মেসির ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর তিনি কী করবেন, তা এখনো স্পষ্ট নয়। 


বিজ্ঞাপন


এমনকি তিনি নিজেও জানেন না, ২০২৬ সালের বিশ্বকাপে তিনি খেলবেন কিনা। এই বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হবে। তবে মেসির সতীর্থ নিকোলাস ওটামেন্ডি এবং লুইস সুয়ারেজ আশা করছেন, মেসি অন্তত ২০২৬ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন।

messi_argentina_football_inter_miami
ছবি: সংগৃহীত

মেসির ওপর বই লেখা স্প্যানিশ সাংবাদিক গুইলেম বালাগে বলেন, 'মেসির ভবিষ্যৎ কেউ জানে না, এমনকি তিনি নিজেও না।'

তিনি জানান, মেসির পরিবার মিয়ামিতে সুখেই আছে এবং তিনি ক্লাবের সঙ্গে চুক্তি নবীকরণ নিয়ে আলোচনা করছেন। তবে মেসি এখন প্রতিটি ম্যাচ ও টুর্নামেন্ট ধাপে ধাপে এগোচ্ছেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে মেসি ফুটবলের সর্বোচ্চ শিরোপা অর্জন করেছেন। এই জয় তাকে সর্বকালের সেরা ফুটবলারের বিতর্কে একধাপ এগিয়ে দিয়েছে।


বিজ্ঞাপন


৩৮ বছর বয়সেও মেসি ফুটবলের ইতিহাসে অমর। বার্সেলোনায় ৬৭২ গোল, আর্জেন্টিনার হয়ে ১১২ গোল এবং ইন্টার মিয়ামিতে ৫০ গোলের রেকর্ড তার। ১,১০৯ ম্যাচের ক্যারিয়ারে এই প্রথম তিনি তার পুরোনো ক্লাব পিএসজি’র মুখোমুখি হন। পিএসজি’তে তার সময় ততটা সফল না হলেও, তার ৭৫ ম্যাচে ৩২ গোল কম নয়। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর