রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথম আইপিএল ট্রফি জেতার আনন্দের রেশ এখনও কাটেনি। এর মধ্যেই নতুন বিতর্কে জড়ালেন দলটির পেসার যশ দয়াল। সম্প্রতি এক তরুণী তাঁর বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ এনেছেন। তরুণী সরাসরি অভিযোগ জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে। এমনটায় জানায় এনডিটিভির একটি প্রতিবেদনে।
এ নিয়ে মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ পোর্টাল আইজিআরএসের মাধ্যমে এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেছেন, গত পাঁচ বছর ধরে তিনি যশ দয়ালের সঙ্গে সম্পর্কে ছিলেন এবং এই সময়ে তিনি মানসিক, শারীরিক এবং আর্থিকভাবে শোষণের শিকার হয়েছেন।
বিজ্ঞাপন
অভিযোগে বলা হয়েছে, যশ দয়াল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারিত করেছেন। তিনি দাবি করেছেন, দয়াল তাকে তার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং তাদের ভবিষ্যৎ পুত্রবধূ হিসেবে উপস্থাপন করেছিলেন, যার ফলে তিনি দয়ালের উপর পূর্ণ আস্থা রেখেছিলেন। কিন্তু সম্পর্কের মাঝপথে তিনি জানতে পারেন যে, দয়াল একাধিক নারীর সঙ্গে একই ধরনের সম্পর্কে জড়িত ছিলেন।
নারীটি আরও অভিযোগ করেছেন, যখন তিনি দয়ালকে এই প্রতারণার বিষয়ে প্রশ্ন করেন, তখন তিনি শারীরিক নির্যাতন ও মানসিক হয়রানির শিকার হন। তিনি বলেন, 'এই সম্পর্কের মাধ্যমে আমাকে মানসিক ও আর্থিকভাবে নির্ভরশীল করে ফেলা হয়েছিল। পরে আমি জানতে পারি, তিনি অন্য নারীর সঙ্গেও একই ধরনের সম্পর্কে জড়িত।'
এই বছরের ১৪ জুন মহিলা ১৮১ মহিলা হেল্পলাইন নম্বরে ফোন করেন, তবে পুলিশের তরফ থেকে যথাযথ পদক্ষেপ না পাওয়ায় তিনি শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জানাতে বাধ্য হন।

অভিযোগে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ তদন্ত এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক। সেইসঙ্গে বলা হয়েছে, 'এই পদক্ষেপ শুধু আমার জন্য নয়, এমন প্রতারণার শিকার হওয়া সমস্ত নারীর জন্যই গুরুত্বপূর্ণ।' নারীর তরফে অভিযোগের সঙ্গে চ্যাট, স্ক্রিনশট, ভিডিও কল এবং বিভিন্ন ছবির মতো প্রমাণও জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ইয়াশ দয়াল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল ২০২৫ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ১৫ ম্যাচে ১৩ উইকেট নেন। ঘরোয়া ক্রিকেটে উত্তর প্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করলেও এখনও জাতীয় দলে সুযোগ পাননি তিনি।

