সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের মিশন শুরু আজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ১০:৫৮ এএম

শেয়ার করুন:

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের মিশন শুরু আজ

এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এর বাছাইপর্বে আজ (রোববার) থেকে অভিযান শুরু করছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। মিয়ানমারের ইয়াংগুনে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে বাটলারের শিষ্যরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মাঠে গড়াবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।

গ্রুপে বাংলাদেশের পাশাপাশি আছে স্বাগতিক মিয়ানমার ও বাহরাইন। ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ (১২৮) পিছিয়ে বাহরাইন (৯২) ও মিয়ানমার (৫৫)-এর চেয়ে। শুধু তুর্কমেনিস্তানই (১৪১) র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে আছে বাংলাদেশ থেকে। আটটি গ্রুপ থেকে শীর্ষ দলগুলো খেলবে মূল পর্বে, তাই প্রতিটি ম্যাচেই জয়ের বিকল্প নেই বাংলাদেশের।


বিজ্ঞাপন


শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলার জানিয়েছেন, কঠিন চ্যালেঞ্জের কথা জেনেই ইতিবাচক মানসিকতা নিয়ে দল প্রস্তুত হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশের পথটা সহজ নয়। আমাদের ফ্যাসিলিটিজ সীমিত, একসাথে জাতীয় দল, অনূর্ধ্ব-১৭ ও ২০ দলের কার্যক্রম চালাতে হচ্ছে। জাতীয় দলের অর্ধেক খেলোয়াড়ই অনূর্ধ্ব-২০ বয়সী। তবে এটাও দেখায় যে আমাদের ভবিষ্যতের পাইপলাইন মজবুত।’

মিয়ানমারে ভালো কিছু করার আশা ব্যক্ত করে বাটলার বলেন, ‘ফ্যাসিলিটিজ কম থাকলেও আমাদের মানসিকতা পেশাদার। জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র এবং আরব আমিরাত সফরে শেখার অভিজ্ঞতা আমাদের আত্মবিশ্বাসী করেছে। মেয়েরা সেরাটা দিতে পারলে বাছাই পর্ব পার হওয়ার সম্ভাবনা আছে।’

বিপক্ষ দল বাহরাইনকেও সমীহ করছেন তিনি। বলেন, ‘ফুটবলে কোনো দলকে খাটো করে দেখা যায় না। বাহরাইন শারীরিকভাবে শক্তিশালী, উন্নতিও করছে। আমাদের প্রতিটি প্রতিপক্ষকে সম্মানের চোখে দেখতে হবে।’

বাহরাইনের কোচ মোহাম্মেদ আদনান হুসেইনও প্রস্তুতি নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ড্র ও সৌদি আরবের বিপক্ষে হার আমাদের অনেক কিছু শিখিয়েছে। দলটিতে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয় রয়েছে। আশা করি, মাঠে ভালো কিছু করতে পারব।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর