সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শান্ত অধিনায়কত্ব ছাড়ায় বিসিবি সভাপতি যা বললেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২৫, ০৫:৩৮ পিএম

শেয়ার করুন:

শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে বিসিবি সভাপতি যা বললেন

তিন ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে তিনি টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়েন নিজের ইচ্ছাতেই। তার বদলে অধিনায়ক করা হয় লিটন দাসকে। এরপর শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে হুট করেই জানা যায়, শান্তকে সরিয়ে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে।

মিরাজকে অধিনায়ক করার পর বাংলাদেশ ফিরে যায় তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে। তবে গুঞ্জণ ছিল, লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের পরই নেতৃত্ব ছাড়তে পারেন শান্ত। হলোও তাই। কলম্বোতে সিরিজ হারার পরই নেতৃত্ব ছাড়েন তিনি।


বিজ্ঞাপন


এদিকে শান্তর অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে কিছু জানতেন না বলেই আজ জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, 'বোর্ড প্রেসিডেন্ট একজন পরিচালক। এককভাবে কোনো সিদ্ধান্ত নেয়া হয় না, যা সিদ্ধান্ত নেয়া হয় সেটা বোর্ডের একক সিদ্ধান্ত ও নীতিগত সিদ্ধান্ত।'

শান্ত আজই অধিনায়কত্ব ছাড়বেন সেই বিষয়ে কিছুই জানতেন না বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবেদীন ফাহিম। দুপুরে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা জানতাম না, ও (শান্ত) আজই সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়া ঘোষণা দেবে। এ রকম কোনো কথা হয়নি। তবে আপনারাও জানেন, এ নিয়ে একটা আলোচনা চলছিল; আমরা যদিও ভেবেছিলাম এ নিয়ে আরও কথা হবে। শ্রীলঙ্কায় এখনো ওয়ানডে, টি–টোয়েন্টি সিরিজ আছে। যা হওয়ার এই সফরের পর হবে। আজই সিদ্ধান্ত জানাবে, এটা আশা করিনি।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর