ক্যারিবিয়ান অঞ্চলের এক তারকা ক্রিকেটারের বিরুদ্ধে যৌন নিপীড়ন, যৌন হয়রানি ও ধর্ষণের একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের মধ্যে একজন কিশোরীও রয়েছেন বলে জানা গেছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মামলা দায়ের হয়নি, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
ক্যারিবিয়ানভিত্তিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ক্রিকেটার গায়নার এবং তিনি ওয়েস্ট ইন্ডিজের বর্তমান জাতীয় দলে নিয়মিত খেলছেন। জানা যায়, অন্তত ১১ জন নারী এই ক্রিকেটারের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগ তুলেছেন।
বিজ্ঞাপন
এক ব্যক্তি উদ্ধৃত হয়ে বলেন, 'আমি অন্তত ১১ জন নারী থেকে এমন অভিযোগ শুনেছি। তাদের মধ্যে একজন কিশোরীও রয়েছে। তারা সবাই বলেছে, ওই ক্রিকেটার তাদের যৌন নির্যাতনের শিকার করেছেন।'
স্পোর্টসম্যাক্স টিভির ভিডিও প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, অভিযুক্ত ক্রিকেটারকে বাঁচাতে বিভিন্ন মহল থেকে একাধিকবার চেষ্টা চালানো হয়েছে। এ প্রসঙ্গে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বোর্ডের প্রেসিডেন্ট কিশোর শ্যালো জানান, 'এই ধরনের কোনো ঘটনার বিষয়ে আমরা অবগত নই এবং এ বিষয়ে মন্তব্য করার অবস্থায়ও নেই।'
আইনজীবী নিগেল হিউজেস, যিনি অভিযোগকারীদের একজনের সঙ্গে কথা বলেছেন, জানান, অভিযুক্ত ক্রিকেটার ২০২৪ সালের জানুয়ারিতে ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে ওয়েস্ট ইন্ডিজ দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ওই সফর শেষে গায়ানায় তাকে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়। এরপর বিষয়টি নিয়ে আর কোনো উচ্চবাচ্য হয়নি।
তবে সম্প্রতি (এক বা দুই দিন আগে) বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন হিউজেস। যদিও এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী আনুষ্ঠানিক অভিযোগ করেননি।

