সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লংকানদের মাটিতে সিংহ বধে ‘সেরা টাইগার’ এখন তাইজুল

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ১০:৩৯ পিএম

শেয়ার করুন:

Taijul
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর তাইজুল।

শ্রীলংকার মাটিতে টেস্ট ফরম্যাটে সিংহ বধে সেরা টাইগার অর্থাৎ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক এখন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ৫ ম্যাচের ৮ ইনিংসে ১৯ লংকানকে সাজঘরে ফিরিয়েছেন তিনি।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১৩১ রানে ৫ উইকেট নেন তাইজুল। এতেই শ্রীলংকার মাটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বনে যান এই স্পিনার।


বিজ্ঞাপন


এতদিন আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজের সঙ্গে এই রেকর্ড ভাগাভাগি করেছিলেন তাইজুল। ৫ ম্যাচের ৮ ইনিংসে ১৪ উইকেট আছে মিরাজের।

শ্রীলংকার মাটিতে সর্বোচ্চ দুইবার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছেন তাইজুল। ইনিংসে একবার করে পাঁচ বা ততোধিক উইকেট শিকারে স্বদেশি মোহাম্মদ রফিক ও নাইম হাসানের রেকর্ড স্পর্শ করলেন তিনি।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর