সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভিনিসিউসের নৈপুণ্যে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ০১:৪৬ পিএম

শেয়ার করুন:

ভিনিসিউসের নৈপুণ্যে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ

ভিনিসিয়ুস জুনিয়রের এক গোল ও এক অ্যাসিস্টে আরবি সালজবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। গ্রুপ 'এইচ' থেকে শীর্ষ দল হিসেবে তারা জায়গা করে নিয়েছে পরের রাউন্ডে।

দিনের অন্য ম্যাচে আল-হিলাল পাচুকাকে ২-০ গোলে হারালেও সাত পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করে স্প্যানিশ জায়ান্টরা। ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে সৌদি ক্লাবটি। চার পয়েন্ট পাওয়া সালজবুর্গ ও পয়েন্টশূন্য মেক্সিকান ক্লাব পাচুকা বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে।


বিজ্ঞাপন


শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হবে গ্রুপ 'জি' রানার্স-আপ জুভেন্টাস। এই ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার, মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে। অন্যদিকে, সোমবার অরল্যান্ডোতে আল-হিলালের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।

ফিলাডেলফিয়ার বৃষ্টিভেজা সন্ধ্যায় সালজবুর্গের বিপক্ষে পুরো ম্যাচজুড়েই আধিপত্য দেখায় জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ। যদিও ম্যাচের শুরুতে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ভিনিসিয়ুস ও গঞ্জালো গারসিয়া। ১৮ বছর বয়সী গোলরক্ষক ক্রিশ্চিয়ান জাভিশিৎসকি শুরু থেকেই সালজবুর্গকে রক্ষা করেছেন দুর্দান্তভাবে। ভিনিসিয়ুসের একেবারে কাছ থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন দারুণ দক্ষতায়।

তবে ম্যাচের ৪০ মিনিটে আর রুখে রাখা গেল না ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। জুড বেলিংহ্যামের নিখুঁত পাস পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত এক শটে গোল করেন ভিনিসিয়ুস। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও জ্বলে উঠেন ভিনিসিয়ুস। ডি-বক্সে পাওয়া বল ব্যাকহিল করে বাড়িয়ে দেন ফেদেরিকো ভালভারদের জন্য, যিনি কাছ থেকে বল জালে পাঠিয়ে রিয়ালের দ্বিতীয় গোলটি করেন।

দ্বিতীয়ার্ধেও রিয়াল মাদ্রিদের আধিপত্য অব্যাহত ছিল, তবে গোলের সুযোগ কাজে লাগাতে পারছিল না তারা। অবশেষে ৮৪ মিনিটে একটি দ্রুত কাউন্টার অ্যাটাকে গোল করেন গারসিয়া। সালজবুর্গের গোলরক্ষককে কাটিয়ে দারুণ এক লব শটে জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড। এই জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস নিয়ে নকআউট পর্বে পা রাখল রিয়াল মাদ্রিদ। জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে এই ছন্দ ধরে রাখতে পারলে, শিরোপা দৌড়ে এগিয়ে থাকার সম্ভাবনাও উজ্জ্বল হয়ে উঠবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর