সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মধ্যাহ্নবিরতির আগে লঙ্কানদের ৪ উইকেট নিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

মধ্যাহ্নবিরতির আগে লঙ্কানদের ৪ উইকেট নিল বাংলাদেশ

১৪৬ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন পাতুম নিশাঙ্কা। এই ওপেনারের দুর্দান্ত ইনিংসের সুবাদেই শ্রীলঙ্কা তৃতীয় দিনের খেলা শুরু করে ২ উইকেটে ২৯০ রানে, বাংলাদেশের চেয়ে ৪৩ রানে এগিয়ে থেকে। আজ তৃতীয় দিনে তৃতীয় ওভারে ব্যক্তিগত সংগ্রহে দেড় শ রান পেরিয়ে যান তিনি। তবে এরপর আর খুব বেশি দূর তাঁকে এগোতে দেননি তাইজুল ইসলাম। 

উইকেটে পরিবর্তন আসায় দিনের শুরু থেকেই স্পিন পাচ্ছিলেন তাইজুল ইসলাম। সেই সুবাদে শুরুতেই নিশাঙ্কাকে সাজঘরে পথ দেখান তিনি। লঙ্কান এই ওপেনার আউট হন ১৫৮ রানে। এরপর দ্রুত ধনঞ্জায়া ডি সিলভার উইকেটও তুলে নেন তাইজুল। 


বিজ্ঞাপন


লঙ্কানরা দ্রুত ২ উইকেট হারানোর পর বাংলাদেশকে আবার ব্রেক থ্রু এনে দেন নাহিদ রানা। টাইগার এই পেসারের বলে স্লিপে মেহেদী মিরাজের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হয়ে আউট হয়েছেন প্রবাথ জয়াসুরিয়া। 

এরপর কামিন্দু মেন্ডিসকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেছিলেন কুশল মেন্ডিস। এ দুজন মিলে জুটি গড়ে লঙ্কানদের স্কোর আরও বাড়িয়ে নেন। তবে দুজনের জুটি ফিফটি ছোঁয়ার আগেই ভাঙেন নাইম হাসান। 

তরুণ এই স্পিনারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় কামিন্দুকে। আউট হওয়ার আগে তিনি করেন ৩৩ রান। এরপর ক্রিজে মেন্ডিসের সঙ্গী হন সোনাল দিনুশা। এ দুজনের জুটিতেই ৬ উইকেটে ৪০১ রান নিয়ে বাংলাদেশের চেয়ে ১৫৪ রানে এগিয়ে থেকে মধ্যাহ্নবিরতিতে গিয়েছে লঙ্কানরা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর