সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জুভেন্টাসকে ৫ গোলে উড়িয়ে ম্যানসিটির দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ০৯:৫৯ এএম

শেয়ার করুন:

জুভেন্টাসকে ৫ গোলে উড়িয়ে ম্যানসিটির দুর্দান্ত জয়

ক্লাব বিশ্বকাপে গ্রুপ ‘জি’-এর শেষ ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে জুভেন্টাসকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে তিন ম্যাচে তিন জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ করেছে পেপ গার্দিওলার দল।

এই জয়ের পর গ্রুপ ‘এইচ’-এর শেষ দুটি ম্যাচ না হওয়া পর্যন্ত নিশ্চিত নয় সিটি কিংবা জুভেন্টাসের নকআউট পর্বের প্রতিপক্ষ। তবে সম্ভাবনা তৈরি হয়েছে যে সিটি এবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে পড়া এড়াতে পারবে, যদিও জুভেন্টাসের ভাগ্যে পড়তে পারে সেই কঠিন চ্যালেঞ্জ।


বিজ্ঞাপন


সিটির জন্য এ দিনটা ছিল আরও বিশেষ। কারণ দীর্ঘ সময় পর চোট কাটিয়ে মাঠে ফিরেছেন ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী রদ্রি। সেপ্টেম্বরে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর এটিই ছিল তার প্রথম ম্যাচে শুরুর একাদশে নামা।

প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে খেলে সিটি। ম্যাচের ৫ মিনিটেই বার্নার্দো সিলভার হেড ঠেকান জুভেন্টাসের গোলকিপার মিচেল দে গ্রেগরিও। ৯ মিনিটে আসে প্রথম গোল- রায়ান এইত-নুরির নিখুঁত পাস ধরে জেরেমি ডোকু ডান দিক থেকে ঢুকে অসাধারণ শটে বল পাঠান গোলপোস্টের নিচের কোনায়। তবে কিছুক্ষণ পরই বড় ভুল করেন সিটির গোলরক্ষক এডারসন। তার পাস কেড়ে নিয়ে বল জালে জড়িয়ে দেন তিউন কুপমেইনার্স, ম্যাচে সমতা ফেরায় জুভেন্টাস।

তবে সমতা বেশিক্ষণ টেকেনি। ২৬ মিনিটে ম্যাথিউস নুনেসের নিচু ক্রস বিপদের কিছু ছিল না, কিন্তু নিজের ভুলে বল জালে ঠেলে দেন জুভেন্টাস ডিফেন্ডার পিয়েরে কালুলু।বিরতির ঠিক আগে একঝটকা বৃষ্টি মাঠ কিছুটা ঠান্ডা করলেও বিরতির পর ফের উত্তাপ ছড়ান নরওয়েজিয়ান স্ট্রাইকার আরলিং হালান্ড। বদলি হিসেবে নেমে মাত্র ৭ মিনিটের মাথায় গোল করেন। নুনেসের পাস থেকে সহজেই বল জালে পাঠিয়ে হালান্ড পূর্ণ করেন ক্যারিয়ারের ৩০০তম গোল।

৬৬ মিনিটে রদ্রি মাঠ ছাড়লে মিডফিল্ডে তার জায়গা নেন ইলকাই গুনডোয়ান। তবে সিটির আক্রমণে কোনো ভাটা পড়েনি। এডারসনের লম্বা বল ধরে হালান্ড সামনে এগিয়ে পাস দেন ফিল ফোডেনকে লক্ষ্য করে, কিন্তু বল একটু এগিয়ে যাওয়ায় ফোডেন না পেলেও সাভিনিও বল ধরে তৈরি করে দেন সহজ গোলের সুযোগ, এবার ফোডেন মিস করেননি।


বিজ্ঞাপন


এরপর সাভিনিও নিজেই নাম লেখান স্কোরশিটে। হালান্ডের শট গোলকিপারের পায়ে লেগে ফিরলে ঝাঁপিয়ে পড়ে সেই বল দারুণ এক শটে জালে পাঠান তিনি, বল লাগে ক্রসবারে- গোলপোস্ট কাঁপিয়ে যায়। জুভেন্টাস শেষ দিকে কিছুটা মান রক্ষা করে। কেনান ইলদিজের বুদ্ধিদীপ্ত পাসে দুশান ভ্লাহোভিচ একক দক্ষতায় গোল করে ব্যবধান কমান, তবে তা ছিল শুধুই সান্ত্বনার।

এই জয়ে ম্যানচেস্টার সিটি গ্রুপপর্বে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন। এখন অপেক্ষা, নকআউটে তারা কাদের সামনে পড়ে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর