শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশের ব্যাটাররা। নাজমুল শান্ত-মুহস্ফিকুর রহিমের দাপুটে ব্যাটিংয়ের সুবাদেই গোলে ড্র করতে পারে সফরকারীরা। তবে কলম্বোয় সিরিজের দ্বিতীয় ম্যাচেই খেই হারিয়েছেন শান্ত-মুশফিকরা।তবে একই উইকেটে আজ দ্বিতীয় দিনে দাপুট দেখিয়েছেন লঙ্কান ব্যাটাররা।
কলম্বোয় আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ শেষ পর্যন্ত অল আউট হয় ২৪৭ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেছেন সাদমান ইসলাম। তবে আজ লঙ্কান ব্যাটাররা খেলেছেন দুর্দান্ত। দুই ওপেনার লাহিরু উদারা ও পাথুম নিশাঙ্কা ৮৮ রানের জুটি গড়েন শুরুতে। এরপর উদারা আউট হলেও দীনেশ চান্দিমালের সঙ্গে ১৯৪ রানের জুটি গড়েন নিশাঙ্কা। এ দুজনের সুবাদেই ২ উইকেটে ২৯০ রান নিয়ে দিন শেষ করা শ্রীলঙ্কার চেয়ে এখনই ৪৩ রানে পিছিয়ে বাংলাদেশ।
বিজ্ঞাপন
দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স পিছিয়ে পেছনে কারণ হিসেবে দায়ী করেছেন ব্যাটিংয়ে জুটি গড়তে না পারাকে। তিনি বলেন, ‘আমরা গতকাল বড় জুটি গড়তে পারিনি। এ জন্য আজকে আমাদের দুই-তিন উইকেট (আসলে দুটি) হাতে নিয়ে নামতে হয়েছে। অন্তত দুই-তিনজনকে গতকাল চালিয়ে (ব্যাটিং) যেতে হতো। আশা করি আমরা এটা মনে রাখব নিশাঙ্কা কত ভালো ব্যাট করেছে আর পরের ইনিংসে বড় রান করার লক্ষ্য নির্ধারণ করব।’
এদিকে দ্বিতীয় দিনে বল হাতেও খুব একটা ভালো করতে পারেননি টাইগার বোলাররা। এ বিষয়ে সিমন্স বলেন, ‘আমার মনে হয় এটা কঠিন দিন ছিল। উইকেট অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। আজকে ব্যাট করার জন্য ভালো ছিল। আমাদের উইকেট পেতে ভুগতে হয়েছে, ভালো উইকেটে যেটা প্রত্যাশিতই। এ জন্য এটা বোলারদের জন্য কঠিন দিন ছিল।’
উইকেটের আচরণ বদল হওয়ার কারণে লঙ্কান ব্যাটাররা ভালো ব্যাত করতে পেরেছেন বলে জানিয়ে সিমন্স বলেন, ‘উইকেটে উন্নতি হয়েছে। প্রথম দিন এটা স্টিকি ও গতির কিছুটা তারতম্য ছিল। আজকে তা অনেক ভালো হয়ে গেছে। আমরা দেখেছি ব্যাটসম্যানদের জন্য কতটা সহজ ছিল। গতকালের মতো টার্ন ছিল না, ব্যাটসম্যানরাও ভালো ব্যাট করেছে। কখনো কখনো টেস্ট ক্রিকেট এমনই।’

