সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এমবাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবেন কি না জানালেন আলোনসো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ০৬:৩৯ পিএম

শেয়ার করুন:

এমবাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবেন কি না জানালেন আলোনসো

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে ক্লাব বিশ্বকাপের গ্রুপপর্বে শেষ ম্যাচে খেলবেন না বলে নিশ্চিত করেছেন কোচ জাবি আলোনসো। প্রতিপক্ষ আরবি সালজবুর্গের বিপক্ষে এই ম্যাচটি হবে বৃহস্পতিবার।

গত সপ্তাহে মিয়ামিতে এক হাসপাতালেই ভর্তি করা হয় এমবাপেকে। মঙ্গলবার সতীর্থদের থেকে আলাদা রাখা হয় তাকে। পরদিন বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। তারপর থেকেই তিনি একাই জিমে অনুশীলন করে যাচ্ছেন।


বিজ্ঞাপন


এই সময়ে এমবাপে দলের প্রথম দুই ম্যাচেই ছিলেন না। আল হিলালের বিপক্ষে ১-১ গোলের ড্র ও পাচুকার বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে ফরাসি তারকাকে ছাড়াই খেলেছে রিয়াল। 

কোচ আলোনসো জানিয়েছেন, এমবাপে এখনও পুরোপুরি সেরে না উঠায় সালজবুর্গের বিপক্ষে মাঠে নামবেন না। তবে দল যদি পরের রাউন্ডে পৌঁছে, তাহলে সেখানেই ফেরা হতে পারে তার। "আজ ছিল বুট পরে তার প্রথম দিন, হালকা দৌড়েও নেমেছে সে, সবকিছু ঠিকই ছিল। তবে এখনও পুরোপুরি সুস্থ হয়নি," বলেন আলোনসো।

"প্রশিক্ষণ শেষে আমরা কথা বলেছি। ও নিজেই চায় বিশ্রাম নিতে ও সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরতে। যদি আমরা পরের রাউন্ডে যাই, তাহলে ও খেলবে। কিন্তু এখনো সে পুরোপুরি তৈরি না," যোগ করেন কোচ।

আলোনসো জানান, খেলোয়াড়ের সুস্থতাই তাদের কাছে আগে। তাই এমবাপেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রুপ এইচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল। গোল পার্থক্যে পিছিয়ে থেকে দুই নম্বরে সালজবুর্গ। দুই পয়েন্ট নিয়ে তিনে আছে আল হিলাল, এখনো পয়েন্ট না পাওয়া পাচুকা রয়েছে তালিকার নিচে।


বিজ্ঞাপন


কার্লো আনচেলত্তির বিদায়ের পর রিয়ালের দায়িত্ব নেওয়া কোচ আলোনসো বলেন, “আমাদের দুইটা লক্ষ্য- প্রথমত, ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। দ্বিতীয়ত, নকআউট পর্বে যাওয়ার আগে দল হিসেবে আরও উন্নতি করা।”

ম্যানচেস্টার সিটির সঙ্গে সম্ভাব্য মুখোমুখি হওয়া নিয়ে প্রশ্ন করা হলে আলোনসো বলেন, “এখনই অঙ্ক কষার সময় না। আমাদের একটাই লক্ষ্য- গ্রুপে প্রথম হয়ে মাঠ ছাড়ার। আমরা জয় নিয়েই ফিরতে চাই।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর