সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কোহলি যেভাবে বিশ্বকাপ ফাইনালে সাজঘরে স্বস্তি এনেছিলেন, জানালেন রোহিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ০৪:১১ পিএম

শেয়ার করুন:

কোহলি যেভাবে বিশ্বকাপ ফাইনালে সাজঘরে স্বস্তি এনেছিলেন, জানালেন রোহিত

২০২৪ সালের গ্রীষ্মে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে ভারত। দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মা নিজের নাম তুলে নিয়েছেন ক্রিকেট ইতিহাসের পাতায়। টুর্নামেন্টজুড়ে ছিলেন দলের সেরা রান সংগ্রাহক, তবে ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হন তিনি। ৯ রান করে আউট হন রোহিত, এরপর প্যাভিলিয়নে ফিরে যান ঋষভ পন্ত ও সূর্যকুমার যাদবও। স্কোরবোর্ড তখন ৩৪/৩। ভিতরে ভিতরে ভয় পেয়ে গিয়েছিলেন রোহিত।

সে সময় কেমন অনুভব করছিলেন সেসবই এবার জানিয়েছেন রোহিত। "আমি তখন ভেতরে আতঙ্কে ছিলাম। মনে হচ্ছিল, ম্যাচটা হাতছাড়া হয়ে যাচ্ছে," জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন রোহিত।


বিজ্ঞাপন


ড্রেসিংরুমে তখন ছড়িয়ে পড়েছে অস্থিরতা। কিন্তু সবাইকে শান্ত করলেন বিরাট কোহলি। পুরো টুর্নামেন্টে ফর্মে না থাকলেও ফাইনালে ঠিকই দাঁড়ালেন দলের জন্য। ৫৯ বলে ৭৬ রানের এক শান্ত, দৃঢ় ইনিংস খেলে কোহলি ভারতের ভরসার প্রতীক হয়ে উঠলেন।

"অনেক বছর ভারত দলে খেলার অভিজ্ঞতা আছে তার। তাই আবেগ নিয়ন্ত্রণে রাখা, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া, এগুলো ও খুব ভালো জানে," বলেন রোহিত। "ও জানত, এটাই তার দিন। আগের কিছু ভুলে এখন শুধু এই ইনিংসটায় মন দিতে হবে। দুর্দান্ত খেলেছে সে।"

কোহলির সঙ্গে ৭২ রানের গুরুত্বপূর্ণ এক জুটি গড়েন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ৩১ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। রোহিত বলেন, "অনেকে অক্ষরের ইনিংস নিয়ে বলে না, কিন্তু ওটাই ছিল গেম-চেঞ্জার। এমন একটা সময়ে ৪৭ রান করা, তাও ৩১ বলে, চরম গুরুত্বপূর্ণ ছিল। আর কোহলি পুরো ইনিংসটা যেভাবে খেলেছে, সেটাই আমাদের জেতার ভিত্তি তৈরি করে দেয়।"

শেষ ৩০ বলে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল মাত্র ৩০ রান। কিন্তু বুমরাহ, অর্শদীপ এবং হার্দিক পান্ডিয়া দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ ফিরিয়ে আনেন ভারতের হাতে। "এই জয়টা আমাদের সবার কাছে অনেক কিছু। আমরা বারবার কাছাকাছি গিয়েও হেরেছি। তাই এবার জেতা ছিল অনেক বড় প্রাপ্তি। আমরা প্রতিদিন পরিশ্রম করেছি, পরিকল্পনা করেছি- শুধু এই একটি লক্ষ্য নিয়ে, আর তা হলো কীভাবে বিশ্বকাপ জিতব," আবেগঘন কণ্ঠে বলেন রোহিত।


বিজ্ঞাপন


এই ম্যাচই হয়ে থাকল রোহিত শর্মা ও বিরাট কোহলির আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ। ফাইনালে ম্যাচসেরা হয়ে কোহলি বিদায় নেন, আর ভারতীয় ক্রিকেট পায় এক মহাকাব্যিক জয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর