ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর ছেড়ে অন্য ক্লাবে যাওয়ার গুঞ্জন জোরালো হলেও, সব জল্পনার অবসান ঘটিয়ে সৌদি প্রো লিগের এই ক্লাবেই থেকে যাচ্ছেন তিনি। নতুন একটি চুক্তির মাধ্যমে আল নাসেরের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে যাচ্ছেন এই পর্তুগিজ সুপারস্টার। চুক্তিটি এক বছরের জন্য হলেও, তা দুই বছর পর্যন্ত বাড়তে পারে বলে জানা গেছে।
এই চুক্তির আওতায় রোনালদো প্রতি বছর পাবেন ৪০০ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ৫৭ হাজার কোটি টাকারও বেশি! তিন বছর আগে রেকর্ড ট্রান্সফার ফিতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে আল নাসেরে যোগ দিয়েছিলেন রোনালদো।
বিজ্ঞাপন
তবে এই তিন মৌসুমে আল নাসরের হয়ে কোনো শিরোপা জিততে না পারায় তার ক্লাব ছাড়ার সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। অনেকেই ধারণা করেছিলেন, হতাশা থেকে তিনি নতুন কোনো গন্তব্যের খোঁজে যেতে পারেন। কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিয়ে রোনালদো আল নাসরের সঙ্গেই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।
নতুন চুক্তির আওতায় রোনালদোর আয়ের পরিমাণ সত্যিই বিস্ময়কর। প্রতি বছর ৪০০ মিলিয়ন ইউরোর এই পারিশ্রমিক ভেঙে দেখলে, প্রতি মাসে তিনি আয় করবেন ৩৩.৪ মিলিয়ন ইউরো। সপ্তাহে তার আয় ৭.৬ মিলিয়ন ইউরো, দিনে ১.১ মিলিয়ন ইউরো, ঘণ্টায় ৪৬,৩০০ ইউরো, মিনিটে ৭৭২ ইউরো এবং প্রতি সেকেন্ডে ১৩ ইউরো! এই অঙ্ক ফুটবল বিশ্বে বিরল এবং রোনালদোর তারকাখ্যাতির প্রকৃত প্রতিফলন।
চলতি সপ্তাহেই আল নাসেরের সঙ্গে রোনালদোর নতুন চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। রোনালদোর এই সিদ্ধান্ত কেবল তার ক্যারিয়ারেরই নয়, সৌদি প্রো লিগের বৈশ্বিক আবেদন বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

