সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কলম্বোতে প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

কলম্বোতে প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ

গল টেস্টে দারুণ ব্যাটিং করার পর কলম্বো টেস্টেও বাংলাদেশের ব্যাটারদের ওপর আস্থার পরিমাণটা ছিল ঢের বেশি। বিশেষ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম দারুণ কিছু করবেন এমন আশা থাকলেও, হয়েছে পুরোপুরি ব্যতিক্রম। ব্যাট হাতে তারা হতাশ করেছেন সমর্থকদের। হতাশাময় দিনে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২২০ রান।  

নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও টস জিতলেন। কোন দ্বিধা না করেই আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্যাপ্টেন। তবে অধিনায়কের সিদ্ধান্তের বিপরীত প্রমাণ করে আসলেন ব্যাটাররা, স্কোরবোর্ডে একশ রান জমা হওয়ার আগেই টপ অর্ডারের চার ব‍্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। 


বিজ্ঞাপন


এরপর অবশ্য টাইগারদের জন্য স্বস্তি হয়ে কলম্বোতে আসে বৃষ্টি। ২ ঘন্টারও বেশি সময় পর আবার খেলা শুরু হলে লিটন-মুশফিকের ব্যাটে বাংলাদেশের দারুণ কামব্যাক। তবে চা বিরতির ঠিক আগ মুহূর্তে লিটনকে হারিয়ে আরও বিপদ বাড়ে বাংলাদেশের। ৫৬ বলের ইনিংসে লিটন দাসের ব্যাট থেকে আসে ৩৪ রান। অভিষেক টেস্ট খেলতে নামা সোনাল দিনুশার প্রথম শিকার হলেন লিটন। ভাঙে মুশফিকের সাথে গড়া ৬৭ রানের পার্টনারশিপ। 

কলম্বো টেস্টের প্রথম দিনের চা বিরতিতে যাওয়ার আগে ৪৯ ওভারে বাংলাদেশের রান ছিল ৫ উইকেটে ১৪৪। শেষ সেশনের শুরুতেই বাংলাদেশ হারায় অভিজ্ঞ মুশফিকুর রহিমের উইকেট। দিনুশার দ্বিতীয় শিকার হওয়ার আগে মুশফিকের ব্যাট থেকে আসে ৩৫ রান। 

লিটনের বিদায়ের পর উইকেটে আসা মেহেদী হাসান মিরাজ ৩১ রানের বেশি করতে পারেননি। আর তাতেই দলীয় ১৯৭ রানে ৭ম উইকেট নেই বাংলাদেশের। নাইম হাসানের ব্যাট থেকে আসে ২৫ রান।

শেষ বিকেলে অবশ্য আর কোনো উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে, তাইজুল ইসলাম আর এবাদত হোসেন মিলে দিনের খেলা শেষ করে মাঠ ছাড়েন। ২৪ বল খেলা তাইজুল ৯ রানে অপরাজিত থেকে কাল আবার খেলা শুরু করবেন। তাকে সঙ্গ দেওয়া এবাদতের রান ৫। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর