সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, সময়সূচী প্রকাশ করল বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ০৬:৩৪ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, সময়সূচী প্রকাশ করল বিসিবি

কদিন আগেই পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ দল। ফিরতি লেগে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। আজ এই সিরিজের জন্য চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল।

সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যথাক্রমে ২০, ২২ ও ২৪ জুলাই মাঠে গড়াবে ম্যাচগুলো। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।


বিজ্ঞাপন


সাম্প্রতিক সময়ে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ। এবার ঘরের মাঠে সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার মিশনে নামবে লিটন দাসের দল।

বাংলাদেশ সফর শেষে ক্যারিবিয়ান দীপপুঞ্জে যাবে পাকিস্তান দল, যেখানে তারা তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর