প্রথম সেশনের খেলায় সুবিধা করতে না পারা বাংলাদেশ ৭১ রানে হারিয়েছে ২ উইকেট। লাঞ্চের আগে ওপেনার সাদমান ইসলাম একপ্রান্ত আগলে রেখে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ২৮ রানের জুটি না হলেও ৫০ রানের আগেই পতন হতে পারতো আরও কয়েক উইকেটের। তবে এই জুটিও ভালো কিছু বয়ে আনতে পারেনি বাংলাদেশের জন্য। মধ্যাহ্ন বিরতির পর সাদমান এবং শান্ত দুজনই কাটা পড়েছেন লঙ্কান বোলারদের বলে। ১ ওভারের ব্যবধানে দুজনকেই ফিরতে হয়েছে সাজঘরে।
এরপরই বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৩৩.২ ওভারে ৪ উইকেটে ৯০ রান তুলেছে, এরপরই বৃষ্টি হানা দেয়। জানা গেছে, এই মুহূর্তে মাঠে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং পুরো মাঠ কাভার দিয়ে ঢাকা হয়েছে। এর আগেই, কালো মেঘে ঢেকে ফেলে আকাশ। এরপরই শুরু হয় বৃষ্টি। ফলে বৃষ্টির কারণে কলম্বো টেস্টের খেলা এখন স্থগিত।
বিজ্ঞাপন
ধারনা করা যাচ্ছে, অল্প সময়ের মধ্যেই আবহাওয়া স্বাভাবিক হয়ে মাঠে খেলা আবার শুরু হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত, পঞ্চম উইকেটে ২৬ বলে ১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। মুশফিক ১৫ বলে ৭ ও লিটন ১২ বলে ৮ রানে অপরাজিত ছিলেন।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসে ব্যর্থ হয় এনামুল বিজয়। সেই ধারবাহিকতা রইলো কলম্বো টেস্টেও। আজ ইনিংস শুরু করতে এসে দুইবার জীবন পেয়েও রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। যখন এনামুল বিদায় নেন, তখন বাংলাদেশের সংগ্রহ মাত্র ৫ রান। এরপর মুমিনুলকে নিয়ে এগিয়ে যেতে থাকেন সাদমান ইসলাম।
তবে বাজে এক শট খেলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন মুমিনুলও। ভাঙে মুমিনুল-সাদমানের ৩৮ রানের জুটি। এরপর অবশ্য আর বিপদে পড়েনি বাংলাদেশ। গল টেস্টের দুই ইনিংসেই শতক পাওয়া টাইগার অধিনায়ক শান্তকে নিয়ে এগিয়ে যাচ্ছেন সাদমান ইসলাম।
তবে গল টেস্টে জোড়া সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত এবার যেতে পারলেন না দুই অঙ্কে। লাঞ্চ বিরতি থেকে এসে ভিশ্ব ফার্নান্দোর অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে ধরা পড়লেন কুসাল মেন্ডিসের গ্লাভসে। এরপর দ্রুত ফেরেন সাদমানও। তাতে দ্রুত চার উইকেট হারিয়ে বিপাকে টাইগাররা। এখন ব্যাট হাটে হাল ধরার চেষ্টা করছেন মুশফিকুর রহমান ও লিটন দাস।

