সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চার উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ০১:৪৩ পিএম

শেয়ার করুন:

চার উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

বাংলাদেশের গলায় সম্ভাবনার দড়ি ছিল, কিন্তু ভুল পরিকল্পনায় প্রথম টেস্টে কাঙ্ক্ষিত ফল পায়নি অধিনায়ক নাজমুল হোসেন শান্তের দল। তবে নতুন করে শুরু করার সুযোগ এসেছে দ্বিতীয় টেস্টে, কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও টসে জিতেছেন অধিনায়ক শান্ত এবং নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। তবে শুরুটা ভালো হয়নি। রানের খাতা না খুলেই আউট হয়ে যান ওপেনার এনামুল হক, যা কিছুটা চাপেই ফেলে টাইগারদের।

এরপর সাদমান ইসলামের সঙ্গে মুমিনুল হক কিছুটা হাল ধরেন। ভালোই এগোচ্ছিলেন এই জুটি। কিন্তু মুমিনুল সহজ এক ক্যাচ দিয়ে ফিরে যান, যা আবার বাংলাদেশকে চাপে ফেলে। তবে প্রথম সেশনে এই দুই উইকেট হারালেও এরপর আর বড় বিপদে পড়েনি বাংলাদেশ। বাকিরা দায়িত্বশীল ব্যাটিং করে ইনিংস গুছিয়ে নিতে শুরু করেন। তাতে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ করে ২ উইকেটে হারিয়ে ৭১ রান। 


বিজ্ঞাপন


এরপর মধ্যহ্ন বিরতি থেকে এসে ৭ রানের ব্যবধানে শান্ত-সাদমানকে হারিয়ে বিপাকে পরে টাইগাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাট করতেছে টাইগাররা। 

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসে ব্যর্থ হয় এনামুল বিজয়। সেই ধারবাহিকতা রইলো কলম্বো টেস্টেও। আজ ইনিংস শুরু করতে এসে দুইবার জীবন পেয়েও রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। যখন এনামুল বিদায় নেন, তখন বাংলাদেশের সংগ্রহ মাত্র ৫ রান। এরপর মুমিনুলকে নিয়ে এগিয়ে যেতে থাকেন সাদমান ইসলাম।

তবে বাজে এক শট খেলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন মুমিনুলও। ভাঙে মুমিনুল-সাদমানের ৩৮ রানের জুটি। এরপর অবশ্য আর বিপদে পড়েনি বাংলাদেশ। গল টেস্টের দুই ইনিংসেই শতক পাওয়া টাইগার অধিনায়ক শান্তকে নিয়ে এগিয়ে যাচ্ছেন সাদমান ইসলাম। 

তবে গল টেস্টে জোড়া সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত এবার যেতে পারলেন না দুই অঙ্কে। লাঞ্চ বিরতি থেকে এসে ভিশ্ব ফার্নান্দোর অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে ধরা পড়লেন কুসাল মেন্ডিসের গ্লাভসে। এরপর দ্রুত ফেরেন সাদমানও। তাতে দ্রুত চার উইকেট হারিয়ে বিপাকে টাইগাররা। এখন ব্যাট হাটে হাল ধরার চেষ্টা করছেন মুশফিকুর রহমান ও লিটন দাস। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর