সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

FIFA Club World Cup

বিশ্বকাপে শেষ ষোলের টিকিট নিশ্চিত করল যারা, ছিটকে গেল কারা 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ১২:১৩ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপে শেষ ষোলের টিকিট নিশ্চিত করল যারা, ছিটকে গেল কারা 

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ৩২ দলের নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে ক্লাব বিশ্বকাপ। বিশ্বজুড়ে আলোচিত এই টুর্নামেন্টে জমজমাট গ্রুপ পর্বের খেলা চলছে। ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে ৮টি ক্লাবের দ্বিতীয় রাউন্ডের টিকিট। অন্যদিকে হতাশ হয়ে বিদায় নিতে হয়েছে ১৩টি ক্লাবকে।

শেষ ষোলের টিকিট নিশ্চিত করলো যে ক্লাবগুলো:


বিজ্ঞাপন


গ্রুপ এ থেকে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে ব্রাজিলের ক্লাব পালমেইরাস এবং লিওনেল মেসির দল, যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি।

গ্রুপ বি থেকে পরের রাউন্ডে গেছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) এবং আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো।

আরও পড়ুন-
লামিন ইয়ামাল বাসায় ডেকেছিল, দাবি পর্ন তারকার
যুদ্ধের জন্য ইরানকে বিশ্বকাপ খেলায় নিষেধাজ্ঞা দিতে পারেন ট্রাম্প!
শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ, এক নজরে দেখে নিন দলগুলো

গ্রুপ সি থেকে জায়গা করে নিয়েছে জার্মানির বায়ার্ন মিউনিখ এবং পর্তুগালের বেনফিকা।


বিজ্ঞাপন


গ্রুপ ডি থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ইংল্যান্ডের ক্লাব চেলসি এবং ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো।

এখনো গ্রুপ পর্ব চলছে, ফলে বাকি ৮টি জায়গা পূরণ হবে পরবর্তী ম্যাচগুলোতে।

টুর্নামেন্টের এই পর্যায়েই হতাশ করে বিদায় নিতে হয়েছে ১৩টি ক্লাবকে। যেখানে রয়েছে পর্তুগিজ ক্লাব পোর্তো, সৌদি প্রো লিগের ক্লাব আল আহলি, স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ, যুক্তরাষ্ট্রের ক্লাব সিয়াটল সাউন্ডার্স, নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটি, যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলেসে এফসি, জাপানিজ ক্লাব উরাওয়া রেডস, দক্ষিণ কোরিয়ার ক্লাব উলসান হুন্দাই, মরক্কোর ক্লাব উইদাদ কাসাব্লাংকা, ইরানের ক্লাব আল আইন, মেক্সিকান ক্লাব পাচুকা, আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স, তিউনিশিয়ার ক্লাব এস তুনিসের।

গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো শেষ হলে চূড়ান্ত হয়ে যাবে নকআউট পর্বের ১৬ দলের তালিকা। এরপর শুরু হবে উত্তেজনাপূর্ণ দ্বিতীয় রাউন্ড, যেখানে প্রতিটি ম্যাচেই থাকবে জয়-পরাজয়ের দ্বৈরথ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর