ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৫ টেস্টের সিরিজ খেলছে ইংল্যান্ড। সফরকারীদের বিপক্ষে প্রথম ম্যাচেই দারুণ চ্যালেঞ্জের মুখোমুখি স্বাগতিকরা। হেডিংলিতে জয়ের জন্য ইংলিশদের লক্ষ্য ৩৭১ রান। আজ ৫ম দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বেন স্টোকসের দলের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২৭ রান। জিততে হলে করতে হবে আরও ৩৪৪ রান, হাতে ১০ উইকেট।
ভারতকে আজ হারাতে পারলে ২৪ বছরের নজির ভাঙবে ইংল্যান্ড। যদিস্টোকসেরা জেতেন, তা হলে ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে নজির তৈরি হবে। শেষ দিন সবচেয়ে বেশি ৩১১ রান তাড়া করে জেতার নজির আছে ইংল্যান্ডের। সেটিও হয়েছিল হেডিংলেতেই। ২০০১ সালে সে বার বিপক্ষে ছিল অস্ট্রেলিয়া।
বিজ্ঞাপন
শেষ দিন সবচেয়ে বেশি রান তাড়া করে টেস্ট জয়ের বিশ্বরেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার। ১৯৪৮ সালে হেডিংলের এই মাঠেই রেকর্ড হয়েছিল। সে বার হেরে গিয়েছিল ইংল্যান্ড। ৭৭ বছর আগে তাদের বিরুদ্ধে ৪০৪ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া।
টেস্টের পঞ্চম দিনে ৪০০-র উপর রান করার ঘটনা অতীতে আছে। ২০০১ সালে যেমন নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে গ্যাবায় উঠেছিল ৪৫৯ রান। ১৯৬৯ সালে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচে ৪৫৮ উঠেছিল পঞ্চম দিনে।
টেস্টে এক দিনে সবচেয়ে বেশি রান উঠেছিল ১৯৩৬ সালে। ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে ম্যাঞ্চেস্টার টেস্টের দ্বিতীয় দিনে উঠেছিল ৫৮৮ রান। ১৯২৪ সালে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে উঠেছিল ৫২২ রান। ২০০২ সালে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ টেস্টের দ্বিতীয় দিনে কলম্বোর মাঠে উঠেছিল ৫০৯ রান।

