সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেসির জন্মদিনে ব্রাজিলিয়ান ক্লাবকে হারাতে পারল না মিয়ামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ১২:০৮ পিএম

শেয়ার করুন:

মেসির জন্মদিনে ব্রাজিলিয়ান ক্লাবকে হারাতে পারল না মিয়ামি

ক্লাব বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়াল ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। সোমবার ইন্টার মায়ামির বিপক্ষে ২-২ গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। ক্লাবের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির আজ জন্মদিন। তবে মেসির জন্মদিনেও জিততে পারেনি এমএলএসের ক্লাবটি। এদিকে ড্র করেও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে উঠেছে লিওনেল মেসির দল মিয়ামিও।

ম্যাচের প্রথমার্ধে ইন্টার মিয়ামির হয়ে গোল করে দলকে এগিয়ে নেন তাদেও আলেন্দে। এরপর ৬৫তম মিনিটে দুর্দান্ত এক গোল করেন লুইস সুয়ারেজ। বাঁ পায়ের শটে বল জালে জড়ান উরুগুইয়ান তারকা। তবে দুই গোলের লিড ধরে রাখতে পারেনি মায়ামি।


বিজ্ঞাপন


শেষ ১০ মিনিটে নাটকীয়ভাবে ফিরে আসে পালমেইরাস। প্রথমে বদলি নামা পাউলিনহো ৮০তম মিনিটে বল পাঠান জালে। এরপর ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন সমতায় আনেন মাওরিসিও।

এই ড্রয়ে উভয় দলেরই পয়েন্ট দাঁড়ায় ৫। তবে গোল পার্থক্যে এগিয়ে থেকে শীর্ষে পালমেইরাস, দ্বিতীয় স্থানে ইন্টার মায়ামি। গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় আল-আহলি ও পোর্তোকে।

পরের রাউন্ডে লিওনেল মেসিদের প্রতিপক্ষ তারই সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত পিএসজিতে খেলেছিলেন মেসি। অন্যদিকে পালমেইরাস মুখোমুখি হবে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর বিপক্ষে।

ইন্টার মিয়ামির কোচ হাভিয়ের মাসচেরানো ম্যাচ শেষে বলেন, “এটা আমাদের জন্য দারুণ এক ম্যাচ ছিল। দক্ষিণ আমেরিকার সেরা দলের বিপক্ষে খেলা সহজ নয়। আমরা অনেক গর্বিত। কেউ যদি টুর্নামেন্ট শুরুর আগে বলত এমন পারফরম্যান্স করব, আমি চোখ বন্ধ করে সই করে দিতাম।”


বিজ্ঞাপন


এই নিয়ে মেজর লিগ সকার (এমএলএস)-এর একমাত্র ক্লাব হিসেবে ইন্টার মায়ামিই উঠেছে শেষ ষোলোতে। আগেই ছিটকে গেছে লস অ্যাঞ্জেলেস এফসি ও সিয়াটল সাউন্ডার্স।

ম্যাচের শুরু থেকেই পালমেইরাস মাঠে দাপট দেখালেও গোল পায় মায়ামিই। ১৬তম মিনিটে মাঝমাঠ থেকে দৌড়ে ডিফেন্স ভেঙে গোল করেন আলেন্দে। দ্বিতীয়ার্ধে আবারও সুযোগ পেয়েছিলেন তিনি, তবে পোস্টের বাইরে চলে যায় শট। মেসিও একবার দর্শকদের উল্লাসে মাতান দূর থেকে নেওয়া এক দুর্দান্ত ভলিতে, যদিও তা সামান্য উঁচু দিয়ে বাইরে চলে যায়।

শেষ পর্যন্ত পালমেইরাস দুই গোল করে ম্যাচ বাঁচায়, নিশ্চিত করে গ্রুপ চ্যাম্পিয়নশিপ আর ইন্টার মায়ামিও মেসি-সুয়ারেজদের জাদুতে জায়গা করে নেয় শেষ ষোলোয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর