সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অবশেষে ক্রিকেটারদের পাওনা টাকা দিতে রাজি ওমানের ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

অবশেষে ক্রিকেটারদের পাওনা টাকা দিতে রাজি ওমানের ক্রিকেট বোর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় এক বছর পর অবশেষে খেলোয়াড়দের প্রাইজমানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওমান ক্রিকেট (ওসি)। সোমবার এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ২০২৪ সালে অনুষ্ঠিত টুর্নামেন্ট থেকে পাওয়া ২ লাখ ২৫ হাজার মার্কিন ডলার (প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা) ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

এর আগে ইএসপিএন ক্রিকইনফোরর একটি প্রতিবেদনে উঠে এসেছিল, বিশ্বকাপে খেলার এক বছর পরও ওমান দলের ক্রিকেটাররা কোনো পুরস্কারের অর্থ পাননি। যদিও আইসিসি জানিয়েছিল, তারা নির্ধারিত সময়েই অর্থ পাঠিয়ে দিয়েছিল ওমান বোর্ডকে।


বিজ্ঞাপন


ওমান ক্রিকেট তাদের বিবৃতিতে দেরির ব্যাখ্যা দিয়ে বলেছে, “আইসিসি থেকে বিশ্বকাপ-পরবর্তী কিছু আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়ার অপেক্ষায় ছিলাম আমরা। সাধারণত বড় কোনো টুর্নামেন্টের পর এমনটা হয়। তাই অর্থ ছাড় করতে দেরি হয়েছে।”

তবে খেলোয়াড়দের দাবি, তারা বারবার বিষয়টি জানিয়ে আসছিলেন। গত বছরের অক্টোবরে ইমার্জিং এশিয়া কাপে ব্যাপারটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, যখন খেলোয়াড়রা একযোগে সিদ্ধান্ত নেন ম্যাচ না খেলার। এরপর টুর্নামেন্ট শুরুর আগের দিন তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। ১৫ সদস্যের সেই স্কোয়াডের ১১ জনের কেন্দ্রীয় চুক্তি বাতিল করে ওমান ক্রিকেট। যেহেতু ওমানসহ উপসাগরীয় দেশগুলোতে আবাসিক অধিকার চাকরির সঙ্গে যুক্ত, তাই অধিকাংশ খেলোয়াড়কেই দেশ ছাড়তে বাধ্য করা হয়।

ওমান বোর্ড বলছে, খেলোয়াড়দের আশ্বস্ত করা হয়েছিল এবং বোর্ডের চেয়ারম্যান পঙ্কজ খিমজি ব্যক্তিগতভাবেও তাদের নিশ্চিত করেছিলেন, টাকা বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু খেলোয়াড়দের মতে, চার মাস পরও সেই আশ্বাসগুলো শুধু কথার কথাই রয়ে যায়। বোর্ডের মতে, খেলোয়াড়দের হঠাৎ খেলার সিদ্ধান্ত না নেয়া ও ‘আন্তর্জাতিক কমিটমেন্টে’ ফাটল ধরানোই পরিস্থিতিকে জটিল করে তোলে। খিমজি বলেন, “খেলোয়াড়দের নিজেদের অধিকার জানার অধিকার আছে। কিন্তু তার মানে এই না যে তারা দায়িত্ব ছেড়ে দিতে পারে।”

এদিকে খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটারস অ্যাসোসিয়েশন। সংস্থাটির প্রধান নির্বাহী টম মোফাট বলেন, “প্রায় এক বছর পর ওমান ক্রিকেট অবশেষে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু যে কারণে খেলোয়াড়রা নিজেদের মতামত জানিয়েছিলেন, তা নিয়ে তাদের চাকরি হারাতে হবে, দেশ ছাড়তে হবে- এটা অত্যন্ত দুঃখজনক।”


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, “বিশ্বের প্রতিটি খেলোয়াড়েরই নিরাপদভাবে নিজের সমস্যা প্রকাশ করার অধিকার আছে। দুর্ভাগ্যজনকভাবে ওমানের বেশিরভাগ বিশ্বকাপ দলের সদস্যরা তাদের ক্যারিয়ার, চাকরি এবং আবাসিক অধিকার হারিয়েছেন।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর