রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সৌম্যকে নিয়ে প্রধান নির্বাচক লিপুর সতর্কবার্তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ০২:৫৯ পিএম

শেয়ার করুন:

সৌম্যকে নিয়ে প্রধান নির্বাচক লিপুর সতর্কবার্তা

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফির সর্বশেষ ওয়ানডে দলে থাকা সৌম্য সরকার এবারের দলে স্থান পায়নি, যা অনেকের নজর কেড়েছে। অন্যদিকে দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে অসাধারণ পারফরম্যান্স করা ওপেনার নাঈম শেখ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দল ঘোষণার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এই দুই বিষয় নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

নাঈম শেখের দলে আসার কারণ ব্যাখ্যা করে লিপু বলেন, 'ওপেনারের জায়গা দলের জন্য স্পেশালিস্ট পজিশন। সাধারণত আমরা তিনজন ওপেনার রাখি। এই মুহূর্তে তৃতীয় ওপেনার হিসেবে সেরা এবং উপলব্ধ ক্রিকেটার নাঈম শেখ। ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে ৬১৮ রান করা এই তরুণ ক্রিকেটার আমাদের কাছে সবচেয়ে ভালো বিকল্প। তাই তাকে দলে নেওয়া হয়েছে।' 


বিজ্ঞাপন


অন্যদিকে, সৌম্য সরকারের দলে অনুপস্থিতি নিয়ে প্রধান নির্বাচক বলেন, 'সৌম্য সরকার অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার, যার দশ বছরের ইন্টারন্যাশনাল অভিজ্ঞতা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ের ক্রিকেটের চাহিদা অনুযায়ী নিজেকে আরও উন্নত করতে হবে তাকে। আমরা তাকে সুযোগ দিয়ে সহায়তা করার পরিকল্পনা করছি এবং তিনি আমাদের দৃষ্টিতে আছেন। তার যোগ্যতা বিবেচনায় তাকে আরও এক ধাপ এগিয়ে আসতে হবে।' 

বাংলাদেশ দল বর্তমানে শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ খেলছে। গলে প্রথম টেস্ট ড্র হওয়ার পর আগামী ২৫ জুন কলম্বোতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর ২ জুলাই থেকে কলম্বোতে শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে ৫ জুলাই দ্বিতীয় ওয়ানডে এবং ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে, যা পাল্লেকেলেতে অনুষ্ঠিত হবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর