সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বর্ণবাদী কেলেঙ্কারিতে আর্জেন্টাইন ডিফেন্ডার, তদন্তে ফিফা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

বর্ণবাদ কেলেঙ্কারিতে আর্জেন্টাইন ডিফেন্ডার, তদন্তে ফিফা

ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম ম্যাচে আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে মেক্সিকান ক্লাব পাচুকাকে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে দলের আত্মবিশ্বাস ফিরে এসেছে, আর ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থানও দখল করেছে তারা। তবে আলোচনায় এসেছে এই ম্যাচে বর্ণবৈষম্যমূলক আচরণ নিয়ে। 

ম্যাচের শেষ বাঁশির পর পাচুকার খেলোয়াড় গুস্তাভো কাবরালের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন রুডিগার। পরে ব্রাজিলিয়ান রেফারি রামন আবাত্তি আবেলের সঙ্গে এ নিয়ে কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, 'টোনি (রুডিগার) আমাদের কিছু বলেছে। আমরা তার পাশে আছি এবং দেখি কী ঘটে। ফিফার প্রোটোকল অনুযায়ী তদন্ত শুরু হয়েছে। যদি ঘটনা সত্যি হয়, তাহলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। ফুটবলে এ ধরনের আচরণের কোনো স্থান নেই।'

এদিকে অভিযুক্ত পাচুকা ডিফেন্ডার গুস্তাভো কাবরাল অভিযোগ অস্বীকার করেছেন। ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন খেলোয়াড় বলেন, 'আমি তাকে শুধু কাওয়ার্ড বলেছিলাম। স্প্যানিশ ভাষায় ব্যবহৃত শব্দটি আরেকটি বর্ণবাদসূচক শব্দের কাছাকাছি হওয়ায় ভুল বোঝাবুঝি হয়েছে।'

তিনি আরও বলেন, 'রেফারি বর্ণবৈষম্যের সংকেত দিয়েছিলেন, কিন্তু আমি শুরু থেকেই একই কথা বলছিলাম কাওয়ার্ড। আমি বর্ণবাদী কোনো মন্তব্য করিনি।'

পাচুকার কোচ হাইমে লোসানো এ বিষয়ে আগে কিছু জানতেন না বলে জানান। তিনি বলেন, 'আমি আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। ড্রেসিংরুমে এ নিয়ে কোনো আলোচনা হয়নি, আমি এখনো কাবরালের সঙ্গে কথা বলিনি। আমি কিছু জানি না, তবে এটা যদি হয়ে থাকে, সেটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়।'


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, 'আমি আমার অধিনায়ককে অন্ধভাবে সমর্থন করবো না, তবে তার সঙ্গে কথা বলবো। আমি তাকে কিছুদিন ধরেই চিনি, এখনো পর্যন্ত এমন কোনো অভিযোগ শুনিনি।'

এ বিষয়ে ফিফার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সংস্থাটি ইতোমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানায় ইউরোপের বিভিন্ন গণমাধ্যমে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর