হেডিংলিতে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম ইনিংসে ৬ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ভালো শুরু করেছে ভারত। তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে তারা তুলেছে ৯০ রান। এতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের মোট লিড দাঁড়িয়েছে ৯৬ রান।
এর আগে, ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় ৪৬৫ রানে। জাসপ্রিত বুমরাহ একাই নেন ৫ উইকেট, ৮৩ রানে। তার দুর্দান্ত বোলিংয়ে ৬ রানের ক্ষুদ্র লিড পায় ভারত।
বিজ্ঞাপন
ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক দুর্ভাগ্যজনকভাবে সেঞ্চুরির মাত্র ১ রান আগে থেমে যান। কৃষ্ণার বলে শার্দুল ঠাকুরের হাতে ক্যাচ দিয়ে তিনি ফেরেন ৯৯ রানে। তার ইনিংসে ছিল ১১টি চার ও ২টি ছক্কা। এর মাধ্যমে টেস্টে ৯৯ রানে আউট হওয়া ১৪তম ইংলিশ ব্যাটার হলেন ব্রুক।
ভারতের দ্বিতীয় ইনিংসে শুরুতেই আউট হন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ইয়াশস্বী জয়সওয়াল। এরপর লোকেশ রাহুলের সঙ্গে জুটি গড়েন অভিষিক্ত সাই সুদর্শন। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও এবার ৩০ রান করেন তিনি। তবে দলীয় ৮২ রানে আউট হয়ে ফেরেন সাজঘরে।
দিনের শেষে রাহুল ও অধিনায়ক শুভমান গিল উইকেটে ছিলেন। বৃষ্টির কারণে সময়ের আগেই দিনের খেলা শেষ হয়। ২৩.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান সংগ্রহ করে ভারত। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নিয়েছেন বেন স্টোকস ও কার্স।

