সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২০২৭ বিশ্বকাপে খেলবেন না রোহিত-কোহলি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০২৫, ০৮:৪১ পিএম

শেয়ার করুন:

২০২৭ বিশ্বকাপে খেলবেন না রোহিত-কোহলি!

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম—রোহিত শর্মা ও বিরাট কোহলি। মাত্র এক সপ্তাহের ব্যবধানে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই দুই কিংবদন্তি। কিন্তু তাদের এই সিদ্ধান্ত নতুন এক আশার আলো দেখাচ্ছে ভারতীয় ভক্তদের—তারা কি তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাচ্ছেন?

২০২৭ বিশ্বকাপের এখনো দুই বছরের বেশি বাকি। তখন কোহলির বয়স হবে ৩৯, রোহিতের ৪০। এই বয়সে ফিটনেস ধরে রাখা এবং আন্তর্জাতিক ক্রিকেটে ছন্দে থাকা সহজ নয়। তবে যেহেতু টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন, তাই এখন তারা পুরো মনোযোগ দিতে পারবেন ওয়ানডে ক্রিকেটে।


বিজ্ঞাপন


ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মতে, বিষয়টি এতটা সহজ নয়। পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "এটা মোটেও সহজ হবে না। বছরে অন্তত ১৫টা ওয়ানডে খেলতে হবে। আমি কোনো পরামর্শ দিচ্ছি না। ওরা নিজেরাই ভালো বোঝে। তবে এটা নিশ্চিত, সময়ের সঙ্গে সবার মতো ওরাও ক্রিকেট থেকে সরে দাঁড়াবে, আর ক্রিকেটও ওদের ছেড়ে দেবে।”

এফটিপি অনুযায়ী ২০২৭ পর্যন্ত ভারত অন্তত ২৭টি ওয়ানডে খেলবে। সেই সবগুলো ম্যাচে যদি রোহিত-কোহলি অংশ না নেন, তবে বিশ্বকাপে খেলা কঠিন হয়ে পড়বে। তবে এটা সত্য, তারা যদি চূড়ান্ত বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেন, তাহলে এই সময়টাই তাদের সর্বোচ্চ নিবেদনের।

ওয়ানডে ছাড়াও রোহিত-কোহলি খেলবেন আইপিএল, যেখানে প্রতিটি মৌসুমে কমপক্ষে ১৪টি ম্যাচ খেলা হয়। ফর্ম ধরে রাখতে এটা সহায়ক হবে। তাছাড়া টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তকেও অনেকে যৌক্তিক মনে করছেন। কারণ, রোহিটের টেস্ট ফর্ম ছিল পড়ে যাওয়া পথে, আর কোহলি বারবার একই জায়গায় অফ স্টাম্পের বাইরের বল নিয়ে ভুগছিলেন। অস্ট্রেলিয়ায় কেবল সেই এক সিরিজেই ৮ বার একই ভুল করেছেন তিনি।

চ্যাম্পিয়নস ট্রফিতে কোহলি করেছেন ২১৮ রান, এক সেঞ্চুরি ও এক ফিফটিতে। রোহিতও পিছিয়ে ছিলেন না, ১৮০ রান, ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন গুরুত্বপূর্ণ ৭৬ রানের ইনিংস। ২০২৩ বিশ্বকাপে তাদের ‘রো-কো’ জুটিই ছিল প্রতিপক্ষদের দুঃস্বপ্ন। সেখান থেকে রানার্সআপ হলেও ভারতীয় ক্রিকেটে তারা রেখে গেছেন বড় প্রভাব।


বিজ্ঞাপন


২০২৭ সালের বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়। কঠিন কন্ডিশন, ভিন্ন চ্যালেঞ্জ। তবে তার আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে সিরিজগুলো হবে বড় প্রস্তুতির মঞ্চ। সেখানে নিজেদের উজাড় করে দিয়ে যদি এই দুই তারকা শেষবারের মতো বিশ্বকাপ জিততে পারেন, সেটাই হবে তাদের ক্যারিয়ারের উপযুক্ত বিদায়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর