সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করল কানাডা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০২৫, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করল কানাড

২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কানাডা। আমেরিকা অঞ্চলের কোয়ালিফায়ারে বাহামাসকে সাত উইকেটে হারিয়ে ১৩তম দল হিসেবে টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করেছে দলটি।

ঘরের মাঠ অন্টারিওতে অনুষ্ঠিত চার দলের টুর্নামেন্টে (অন্য দুই দল বারমুডা ও কেম্যান আইল্যান্ডস) পাঁচ ম্যাচের সবকটিতেই জিতেছে কানাডা। শেষ দুটি ম্যাচের ফলাফল যাই হোক না কেন, শীর্ষে থেকেই কোয়ালিফায়ার শেষ করবে তারা।


বিজ্ঞাপন


২০২৪ বিশ্বকাপে (যেটি হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে) একই পথ ধরে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলেছিল কানাডা। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয়বারের মতো জায়গা করে নিয়েছে তারা।

ইতোমধ্যে যে ১৩টি দল বিশ্বকাপে কোয়ালিফাই করেছে, তাদের মধ্যে রয়েছে দুই স্বাগতিক দেশ ভারত ও শ্রীলঙ্কা। এছাড়া আছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। বাকি সাত দল বাছাই হবে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কোয়ালিফায়ার থেকে।

যুক্তরাষ্ট্র আগেই বিশ্বকাপ নিশ্চিত করায় কোয়ালিফায়ারে খেলেনি। ফলে কানাডা ছিল ফেভারিট এবং তারা সেই প্রত্যাশার প্রতিদান দিয়েছে দুর্দান্তভাবে। ১১০ রানে, ৫৯ রানে, ১০ উইকেটে, ৪২ রানে এবং সর্বশেষ ম্যাচে ৭ উইকেটে জয় পায় তারা।

সবশেষ ম্যাচে বাহামাসকে গুঁড়িয়ে দেয় কানাডা। ১৯.৫ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট হয় বাহামাস। কালীম সানা ৪ ওভারে ৬ রানে ৩টি, অনশ প্যাটেল ৭ রানে ২টি এবং শিভম শর্মা ২.৫ ওভারে ১৬ রানে ৩টি উইকেট নেন। ব্যাটিংয়ে ঝড় তোলেন দিলপ্রীত বাজওয়া। মাত্র ১৪ বলে ৩৬ রান করে অপরাজিত থেকে দলকে ৫.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে দেন।


বিজ্ঞাপন


আগামী রোববার বারমুডার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে কানাডা। তবে সেটি শুধুই আনুষ্ঠানিকতা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর