লিডসে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম টেস্টের দ্বিতীয় দিন যেটা হওয়ার কথা ছিল একতরফা আধিপত্যের, সেটা শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় হতাশার দিন। যশস্বী জয়সওয়াল, শুভমান গিল ও ঋষভ পন্তের দুর্দান্ত সেঞ্চুরিতে মনে হচ্ছিল ৫০০ রানের ওপরে যাবে ভারতের স্কোর। কিন্তু ৪৭১ রানেই থেমে যায় ইনিংস, শেষ সাত উইকেট পড়ে মাত্র ৪১ রানে।
এরপর ইংল্যান্ডও পাল্টা জবাব দেয়। দিন শেষে ৪৯ ওভারে ৩ উইকেটে ২০৯ রান তুলে ইংল্যান্ড। ভারতের ৪৭১ রানের জবাবে এখন পিছিয়ে আছে ২৬২ রানে। তবে ভারত যদি সুযোগগুলো কাজে লাগাতে পারত, স্কোরলাইনটা আরও ভিন্ন হতে পারত। বিশেষ করে শুরুতেই দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলেন যশস্বী জয়সওয়াল ও রবীন্দ্র জাদেজা। এরপর জয়সওয়াল আরও একটি সহজ ক্যাচ ফেলেন, এবার ভিকটিম বুমরাহ।
বিজ্ঞাপন
এই ক্যাচ মিসে ক্ষুব্ধ ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। ধারাভাষ্যকালে বলেন, “এই ফিল্ডিং দেখে কোনো পুরস্কার তো দেয়া হবে না। ম্যাচ শেষে টি দিল্লিপ পুরস্কার দিয়ে থাকেন, কিন্তু এমন পারফরম্যান্স হতাশাজনক। জয়সওয়াল ভালো ফিল্ডার হলেও আজ কিছুই ধরতে পারেননি।”
দিনের বড় নায়ক ছিলেন ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটার অলি পোপ। ১৩টি চারে ১২৫ বলে পূর্ণ করেন নিজের নবম টেস্ট সেঞ্চুরি, দিন শেষে অপরাজিত থাকেন। তার ইনিংসে ভর করে ইংল্যান্ড তুলেছে ২০৯ রান। শুরুতে বেন ডাকেট (৬২) ও পোপ মিলে দ্বিতীয় উইকেটে গড়েন ১২২ রানের জুটি। যদিও ডাকেট শেষ পর্যন্ত বুমরাহর বলে বোল্ড হয়ে ফেরেন।

পোপের অর্ধশতক আসে ৬৪ বলে। তবে এরপরই বুমরাহর বলে তৃতীয় স্লিপে সহজ ক্যাচ ফেলেন জয়সওয়াল, তখন পোপের রান ছিল ৬০। সেই জীবনদানে ইংল্যান্ডের ইনিংস আরও শক্ত ভিত পায়। এর আগে ভারতের ইনিংসে গিল করেন ক্যারিয়ার সেরা ১৪৭ রান, আর পান্ত ১৩৪ রানে করেন তার সপ্তম টেস্ট সেঞ্চুরি। তবে গিল আউট হওয়ার পর হঠাৎ করেই ধস নামে ভারতের ইনিংসে। শেষ সাত উইকেট পড়ে মাত্র ৪১ রানে। ১১৩ ওভারে অলআউট হয় সফরকারীরা।
বিজ্ঞাপন
বোলিংয়ে একাই আলো ছড়িয়েছেন জাসপ্রিত বুমরাহ। দিনের সবচেয়ে বড় উইকেটটি তার- জো রুটকে টেস্টে দশমবারের মতো আউট করেন এই পেসার। তবে দিনে একাধিকবার বুমরাহর বলেই ক্যাচ পড়ে যায়, আবার হ্যারি ব্রুকের উইকেটও মিস হয় বুমরাহর নো-বলের কারণে। তিনি একই ওভারে তিনবার পা রেখেছিলেন লাইন পেরিয়ে।
দিন শেষে ইংল্যান্ড ছিল আত্মবিশ্বাসে ভরপুর। স্থানীয় তারকা ব্রুক ও পোপ ছিলেন উইকেটে। প্রথম দিনের দাপটটা দ্বিতীয় দিনে হারাল ভারত। এখন তৃতীয় দিনে আবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ রোহিতহীন ভারতের বোলারদের কাঁধে। কারণ এখন পর্যন্ত বুমরাহ ছাড়া কেউই বল হাতে তেমন কিছু করতে পারেননি।

