সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বুমরাহর দখলে ওয়াসিম আকরামের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০২৫, ১১:২৭ এএম

শেয়ার করুন:

বুমরাহর দখলে ওয়াসিম আকরামের রেকর্ড

হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারতের একমাত্র সফল বোলার যশপ্রীত বুমরা। মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, রবীন্দ্র জাদেজাদের ঘাম ছুটলেও তিনি ব্রেকথ্রু এনে দেন। ৪৭১ রানে ভারত অলআউট হওয়ার পর ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলির উইকেট পান বুমরা। তাতে পাকিস্তানের পেস গ্রেট ওয়াসিম আকরামকে পেছনে ফেলেছেন তিনি।

সেনা (SENA) দেশগুলোতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) এখন এশিয়ানদের মধ্যে বুমরা শীর্ষ টেস্ট উইকেট শিকারী। ওই দুই উইকেট নেওয়ার পর এই চার দেশে সব মিলিয়ে ৬০ ইনিংসে ১৪৭ উইকেট তার। এশিয়ান বোলারদের মধ্যে এখন তার অবস্থান শীর্ষে। আকরাম (১৪৬), অনিল কুম্বলে (১৪১), ইশান্ত শর্মা (১৩০) ও মোহাম্মদ শামি (১২৩) আছেন বুমরার পরের চারটি স্থানে।


বিজ্ঞাপন


প্রথম ওভারে ক্রলিকে (৪) করুন নায়ারের ক্যাচ বানান বুমরা। সপ্তম ওভারে ডাকেট ১৫ রানে জীবন পেলেও ভারতীয় পেসারের শিকার হন। ৯৪ বলে ৬২ রান করে বোল্ড হন ইংলিশ ওপেনার।

পরে জো রুটকে (২৮) করুনের ক্যাচ বানিয়ে ইংল্যান্ডের তৃতীয় উইকেট নেন বুমরা। হ্যারি ব্রুককেও ফেরাতে পারতেন শেষ ওভারে, কিন্তু পায়ের নো বলে আউট হননি ইংলিশ ব্যাটার।

ইংল্যান্ডের তিন উইকেটের তিনটিই নিয়েছেন বুমরা। অলি পোপের সেঞ্চুরিতে স্বাগতিকরা প্রতিরোধ গড়ে তুলেছে। ৩ উইকেটে তাদের রান ২০৯।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর