মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইংল্যান্ডে সেঞ্চুরি করে ধোনিকে টপকে গেলেন পন্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০২৫, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

ইংল্যান্ডে সেঞ্চুরি করে ধোনিকে টপকে গেলেন পন্ত

লিডসে ইংল্যান্ডের বিপক্ষে চলমান প্রথম টেস্টের দ্বিতীয় দিনে শতরান করে ইতিহাস গড়েছেন ঋষভ পন্ত। সেঞ্চুরির হিসাবে টেস্ট ক্রিকেটে ভারতের সবচেয়ে সফল উইকেটরক্ষক-ব্যাটারের খেতাব এখন তার দখলে। এদিন ক্যারিয়ারের সপ্তম শতকে পৌঁছে এমএস ধোনিকে পেছনে ফেলেন পান্ত। ধোনির ছিল ৬টি শতক, যা তিনি শেষ করেছিলেন ২০১৪ সালে। পান্ত নিজের শতক উদযাপন করেন ব্যতিক্রমী ভঙ্গিতে- দারুণ এক ডিগবাজি দিয়ে। 

এই উদযাপনের প্রতিক্রিয়ায় ধারাভাষ্য দিতে গিয়ে রসিকতা করেন কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। তিনি বলেন, “এরপর তো স্ট্রেচার আর অ্যাম্বুলেন্স রেডি রাখতে হবে, যদি কিছু হয়ে যায়!”


বিজ্ঞাপন


উইকেটরক্ষক হিসেবে ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি  এখন পন্তের, তার নামের পাশে আছে ৭টি শতক। এছাড়া ধোনির ৬টি এবং এবং ঋদ্ধিমান সাহার আছে ৩টি শতক। শুধু শতকেই নয়, ছক্কার দিক থেকেও ইতিহাস গড়েছেন পান্ত। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পক্ষে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন তার।

ম্যাচের আগ পর্যন্ত রোহিত শর্মা ও পান্ত দুজনেরই ছিল ৫৬টি করে ছক্কা, যদিও পান্ত খেলেছেন রোহিতের চেয়ে ৬টি ম্যাচ কম। প্রথম দিনে দুটি ছক্কা মেরে রোহিতকে ছাড়িয়ে যান পান্ত। এই তালিকায় বর্তমানে তার ওপরে কেবল ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (৮৩ ছক্কা, ৫৪ ম্যাচে)।

Screenshot_2025-06-21_201401

প্রথম দিন জয়সওয়ালের উইকেট পতনের পর ক্রিজে আসেন পান্ত। দ্বিতীয় বলেই স্টোকসকে চার মেরে জানান দেন, তিনি ছন্দে ফিরেছেন। আইপিএল ২০২৫-এ লখনৌ সুপার জায়ান্টসের হয়ে ব্যর্থ মৌসুম কাটালেও, চ্যাম্পিয়ন দল বেঙ্গালুরুর বিপক্ষে শতক ছিল ব্যতিক্রম।


বিজ্ঞাপন


হাফ সেঞ্চুরির পথে পান্ত গড়েছেন আরও দুটি বড় মাইলফলক। সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) কন্ডিশনে এশিয়ার সবচেয়ে সফল উইকেটরক্ষক ব্যাটার এখন তিনিই। পাশাপাশি পূর্ণ করেছেন ৩ হাজার টেস্ট রান, যা ভারতের হয়ে উইকেটরক্ষক হিসেবে শুধুমাত্র ধোনির পরেই তাকে রেখেছে।

শুক্রবার হেডিংলিতে প্রথম দিন শেষে ভারত তোলে ৩৫৯ রান ৩ উইকেটে। দিনটি ছিল নতুন অধিনায়ক শুভমান গিল, তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল এবং সহ-অধিনায়ক ঋষভ পান্তের। জয়সওয়াল ১৫৯ বলে ১৬ চার ও ১ ছয়ে করেন ঝকঝকে ১০১ রান। এরপর গিল নেন নেতৃত্বের ভার। ১৭৫ বলে ১৬ চার ও ১ ছয়ে অপরাজিত ১২৭ রান করে ইংল্যান্ডের মাটিতে ভারতের প্রথম দিনের সর্বোচ্চ রানের ইনিংসের পথ দেখান।

এদিকে আজ দ্বিতীয় দিনে ব্যাট হাতে তেমন একটা ভালো করতে পারেনি। গিল ১৪৭ রান করে আউট হওয়ার পর শেষ পর্যন্ত পন্ত করতে পারেন ১৩৪ রান। এরপর ভারত থামে ৪৭১ রানে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর