সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লাল কার্ড দেখে ক্ষমা চাইলেন চেলসির ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০২৫, ০৫:০১ পিএম

শেয়ার করুন:

লাল কার্ড দেখে ক্ষমা চাইলেন চেলসির ফুটবলার

চেলসির ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন ক্লাব বিশ্বকাপে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ৩-১ গোলে হারের ম্যাচে লাল কার্ড দেখে ভীষণ হতাশ। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিট মাঠে থাকার পরই আয়রটন লুকাসকে বিপজ্জনক ট্যাকল করার কারণে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। এটি ছিল তার শেষ চার ম্যাচে দ্বিতীয় লাল কার্ড।

শুক্রবার ছিল তার ২৪তম জন্মদিন। তবে এমন দিনে দলকে বিপদে ফেলায় নিজের প্রতি রীতিমতো ক্ষুব্ধ জ্যাকসন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “আমি দুঃখিত। ক্লাব, কোচিং স্টাফ, আমার সতীর্থ ও সব ভক্তদের কাছে আমি ক্ষমা চাইছি। আমি আপনাদের হতাশ করেছি।”


বিজ্ঞাপন


তিনি আরও লেখেন, “আরেকটা লাল কার্ড... আর সত্যি বলতে, আমি নিজেই নিজের ওপর খুব রাগান্বিত। আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করি দলকে সাহায্য করার জন্য, এমন পরিস্থিতিতে ফেলার জন্য না। এখনও পুরোপুরি বুঝে উঠতে পারছি না ঘটনাটা কীভাবে ঘটল। তবে এটা নিশ্চিত, আমি ইচ্ছা করে করিনি। খেলার মুহূর্তে ঘটনাটা ভুল পথে চলে যায়।”

লাল কার্ড দেখার দায় নিয়ে তিনি বলেন, “কোনও অজুহাত নেই। আমি সম্পূর্ণ দায় নিচ্ছি। আমি ভাববো, শিখবো, আরও শক্ত হয়ে ফিরবো সেই ব্যাজের জন্য, এবং তাদের জন্য যারা আমার ওপর বিশ্বাস রাখে। দুঃখিত। দুঃখিত। দুঃখিত।”

লাল কার্ডের কারণে জ্যাকসন অন্তত এক ম্যাচের জন্য নিষিদ্ধ থাকছেন। আগামী বুধবার তিউনিশিয়ার এস্পেরাঁসের বিপক্ষে মাঠে নামবে চেলসি। প্রিমিয়ার লিগেও গত মাসে নিউক্যাসলের বিপক্ষে ঠিক এমনই একটি ট্যাকলের জন্য লাল কার্ড দেখেছিলেন এই সেনেগালিজ ফরোয়ার্ড।

চেলসি কোচ এনজো মারোসকা বলেন, “এটা নিকোর জন্য একটু কঠিন সময় যাচ্ছে, বিশেষ করে এমন ঘটনাগুলোতে। দুর্ভাগ্যজনকভাবে এখন সে কিছুদিন দলের বাইরে থাকবে, যতদিন আমরা এখানে আছি।”


বিজ্ঞাপন


চেলসির ডিফেন্ডার মার্ক কুকুরেলা জানান, ম্যাচ শেষে জ্যাকসন সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন। “সে অনেক কষ্টে আছে,” বলেন কুকুরেলা। “সে একজন তরুণ খেলোয়াড়, অনেক প্রতিভা আছে তার। তবে এসব দিকগুলোতে হয়তো একটু পরিণত হওয়ার দরকার আছে।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর