ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিনেই ব্যাট হাতে দারুণভাবে জবাব দিয়েছে ভারত। হেডিংলেতে টস হেরে ব্যাট করতে নেমে দাপুটে শুরু এনে দেন ওপেনার যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। পরে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি করে আলো ছড়ান শুভমান গিল।
দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৩৫৯ রান। অপরাজিত রয়েছেন শুভমান গিল (১২৭) ও রিশভ পন্ত (৬৫)।
বিজ্ঞাপন
ইংলিশ পেসাররা শুরুতে সুইং ও সিম মুভমেন্ট পেলেও সাবধানী ব্যাটিংয়ে প্রথম ধাক্কা সামাল দেন রাহুল ও জয়সওয়াল। ৯১ রানের উদ্বোধনী জুটিতে রাহুল করেন ৪২ রান। তবে লাঞ্চের একটু আগে ব্রাইডন কার্সের বলে স্লিপে ধরা পড়ে ফেরেন তিনি।
রাহুলের বিদায়ের পর তিন নম্বরে ব্যাট করতে নামা সাই সুদর্শন টিকতেই পারেননি। অভিষেক ইনিংসেই কোনো রান না করেই স্টোকসের বলে উইকেটরক্ষক স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার। এরপর ব্যাট হাতে ঝলক দেখান যশস্বী জয়সওয়াল। ৯৬ বলে অর্ধশতক ও ১৪৪ বলে দুর্দান্ত সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
আর ইংল্যান্ডে নিজের প্রথম টেস্টেই শতক হাঁকিয়ে নাম লেখালেন মুরালি বিজয়, সৌরভ গাঙ্গুলি, বিজয় মাঞ্জরেকার ও সন্দীপ পাতিলদের পাশে। তবে চা বিরতির পর ১০০ রানে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। তিনে নেমে দারুণ ছন্দে ব্যাট করেছেন গিল। মাত্র ৫৬ বলে ফিফটি পূর্ণ করার পর ধীরে ধীরে এগিয়ে যান তিন অঙ্কের দিকে।
অবশেষে ১৪০ বলে শতক পূর্ণ করেন তিনি। অধিনায়ক হিসেবে অভিষেকেই টেস্ট সেঞ্চুরি করে জায়গা করে নিয়েছেন গাভাস্কার, ভেংসরকার ও কোহলির পাশে। গিলের সঙ্গে জুটি গড়ে দিন শেষে অপরাজিত ছিলেন ঋশভ পন্ত। ৯১ বলে ফিফটি তুলে নিয়ে ইংল্যান্ডের বোলারদের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করে গেছেন এই বাঁহাতি ব্যাটার।
বিজ্ঞাপন
সংক্ষিপ্ত স্কোর:
ভারত – ৩৫৯/৩ (৯০ ওভার)
শুভমান গিল ১২৭*, যশস্বী জয়সওয়াল ১০০, রিশভ পন্ত ৬৫*, রাহুল ৪২

