গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডে আতলেতিকো মাদ্রিদ ও পালমেইরাস জিতলেও আলো ছিনিয়ে নিল ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো। ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনার রোজ বাউলে ৫৩ হাজারের বেশি দর্শকের সামনে ইগর জেসুসের প্রথমার্ধের একমাত্র গোলে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে দিল তারা। এই জয়ে গ্রুপ ‘বি’ থেকে শেষ ষোলো প্রায় নিশ্চিত করেই ফেলেছে গতবারের কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়নরা।
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে আসা পিএসজিকে ধরা হচ্ছিল ফিফার ৩২ দলীয় ক্লাব বিশ্বকাপের অন্যতম ফেভারিট। সেই পিএসজিই এবার আটকে গেল বোটাফোগোর জমাট রক্ষণে।
বিজ্ঞাপন
ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর এই জয়ে দক্ষিণ আমেরিকার প্রতিনিধিরা এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে অপরাজিত রইলো। ম্যাচ শেষে গোলদাতা ইগর জেসুস বলেন, “অনেকেই প্রশ্ন তুলেছিল, কিন্তু আমরা প্রমাণ করেছি বোটাফোগো কতটা শক্তিশালী। ম্যাচটা কঠিন ছিল, আমাদের ভালোভাবে ডিফেন্ড করতে হয়েছে, কাজটা ঠিকঠাকভাবে করেছি, গোলও পেয়েছি।”
৩৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করে দলকে এগিয়ে নেন জেসুস। জেফারসন সাভারিনোর বাড়ানো বল পিএসজির রক্ষণভাগ ভেদ করে জেসুসকে সুযোগ করে দেয়। এরপর উইলিয়ান পাচোকে ফাঁকি দিয়ে বল পাঠিয়ে দেন দোন্নারুমার পায়ের পাশ দিয়ে জালে।
হারের পর পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, “আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। ওরা দারুণ ডিফেন্স করেছে। এই ক্লাব বিশ্বকাপ খুবই কঠিন, টানটান উত্তেজনায় ভরা। সবাই আমাদের বিপক্ষে খেলতে মুখিয়ে থাকে।”
এই হারের ফলে বোটাফোগো এখন গ্রুপের শীর্ষে, যেখানে তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ আতলেতিকোর বিপক্ষে, সোমবার। ম্যাচটি জিততে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ষোলোতে যাবে ব্রাজিলিয়ান ক্লাবটি।
বিজ্ঞাপন

