সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুঃসংবাদ ভারতীয় বোর্ডের, ক্ষতিপূরণ দিতে হবে ৫৩৯ কোটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২৫, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

দুঃসংবাদ ভারতীয় বোর্ডের, ক্ষতিপূরণ দিতে হবে ৫৩৯ কোটি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাবেক দল কোচি টাস্কার্স কেরালার সঙ্গে চুক্তি বাতিলের ঘটনায় বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১৪ বছর ধরে চলা আইনি লড়াইয়ের নিষ্পত্তি টেনে সম্প্রতি বোম্বে হাইকোর্ট বিসিসিআইকে মোট ৫৩৯ কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। 

আদালতের রায়ে বলা হয়েছে, বিসিসিআইকে কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেডকে ৩৮৫ কোটি ৫০ লাখ রুপি এবং রন্দেভু স্পোর্টস ওয়ার্ল্ডকে ১৫৩ কোটি ৫৪ লাখ রুপি পরিশোধ করতে হবে।


বিজ্ঞাপন


২০১০ সালে আইপিএলে অন্তর্ভুক্তি পায় কোচি টাস্কার্স কেরালা। তবে দলটির ফ্র্যাঞ্চাইজ হিসেব পাওয়াকে কেন্দ্র করে প্রথম থেকেই বিতর্ক চলছিল। অবশেষে তারা কেবল ২০১১ আইপিএল মৌসুমে অংশ নিতে পারে। সেই আসরের পর, নির্ধারিত সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফির ১০ শতাংশ (প্রায় ১৫৬ কোটি রুপি) পরিশোধে ব্যর্থ হওয়ায়, বিসিসিআই চুক্তি বাতিল করে দেয়।

এরপর থেকেই ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ ও বিসিসিআইয়ের মধ্যে আইনি দ্বন্দ্ব শুরু হয়। ২০১৫ সালে নিয়োগপ্রাপ্ত এক সালিশকারীর রায়ে বিসিসিআইকে কোচিকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে সেই রায়ের বিরুদ্ধে আপিল করে আইপিএল গভর্নিং কাউন্সিল। অবশেষে, ১৪ বছর পর বোম্বে হাইকোর্ট ওই সালিশি রায় বহাল রেখে বিসিসিআইকে ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দিল।

তবে এখানেই শেষ নয়। বিসিসিআই চাইলে এই রায়ের বিরুদ্ধেও আরও উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনজীবীরা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর