সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ঢাকা

‘কোহলি হচ্ছে রাজা, গিল রাজপুত্র’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

‘কোহলি হচ্ছে রাজা, গিল রাজপুত্র’

মাত্র ২৫ বছর বয়সে ভারতের টেস্ট দলের অধিনায়ক হয়েছেন শুভমন গিল। বিরাট কোহলি, রোহিত শর্মা, সৌরভ গাঙ্গুলি কিংবা রাহুল দ্রাবিদের মতো কিংবদন্তিদের তালিকায় যুক্ত হয়েছে তরুণ গিলের নাম। শুক্রবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজেই অধিনায়ক হিসেবে প্রথমবার মাঠে নামবেন গিল, সব নজর তাই তাঁর দিকেই।

আইপিএলে গুজরাট টাইটান্সে গিলের সতীর্থ ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জস বাটলার। সম্প্রতি এক পডকাস্টে গিলের নেতৃত্বগুণ নিয়ে মুখ খোলেন তিনি। সেখানে অতিথি ছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার স্টুয়ার্ট ব্রডও। বাটলার বলেন, “ভারতের টেস্ট দলের অধিনায়ক হওয়া যেন দেশের তৃতীয় বা চতুর্থ সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হওয়ার মতো। বাইরে থেকে আমরা বুঝতেই পারি না, এসব ক্রিকেটাররা কতটা তারকাখ্যাতি নিয়ে বাঁচে। আইপিএলের সময় কিছুটা বোঝা যায়, কিন্তু যাঁরা সেটা নিজের জীবনে প্রতিদিন অনুভব করেন, তাঁদের জন্য ব্যাপারটা একেবারেই আলাদা।”


বিজ্ঞাপন


তিনি যোগ করেন, “ভারতের জনসংখ্যা দেড়শ কোটির মতো, আর সবাই ক্রিকেটপাগল! কোহলি হচ্ছে রাজা, গিল হচ্ছে যুবরাজ, এটাই এখনকার গল্প। এখন সেই রাজসিংহাসনে উঠছে গিল। বিশেষ করে ৪ নম্বর পজিশনে খেলা, সেটাই তো শচীন আর কোহলির জায়গা ছিল! এত বড় দায়িত্ব এখন তাঁর কাঁধে।” বাটলার আরও বলেন, “শুভমন আমাকে বলেছে, ব্যাটিং আর নেতৃত্ব একসাথে মেশাতে চায় না সে। যখন ব্যাটিং করবে, তখন পুরোপুরি ব্যাটসম্যান হয়ে উঠতে চায়। আর যখন নেতৃত্বের পালা, তখন সেটার দায়িত্ব আলাদা করে নিতে চায়।”

ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হচ্ছে এখন। গত মাসে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাদের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব এসেছে তরুণদের কাঁধে। এবার গিলের সামনে বিরাট চ্যালেঞ্জ- একেবারে নতুন দলকে নিয়ে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামবেন তিনি। সিরিজ শুরু ২০ জুন, হেডিংলিতে।

ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে চলছে নানা গুঞ্জন। ধারণা করা হচ্ছে, শুভমন গিল নিজেই চার নম্বরে খেলবেন, সেই পজিশন যেটিতে ব্যাট করেছেন কোহলি আর তার আগেও ছিলেন শচীন। এতদিনের ঐতিহ্য বহন করা এই জায়গায় পারফর্ম করা যে কতটা বড় চ্যালেঞ্জ, সেটা ভালোই জানেন গিল। বাটলার শেষ পর্যন্ত আবারও গিলের প্রশংসা করেন, “আইপিএলে দু’টি মৌসুমে দলকে নেতৃত্ব দিয়েছে সে। সেটা অনেক চাপের ব্যাপার। আমি মনে করি, সে ধীরে ধীরে ভারতের ক্রিকেটের পরবর্তী বড় তারকা হয়ে উঠছে।”

গিল ভারতের টেস্ট দলের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করছেন। সামনে কঠিন পথ, তবে গিল যদি নিজের ব্যাট আর মস্তিষ্ক দুটোই কাজে লাগাতে পারেন, তাহলে এই ‘যুবরাজ’ও হয়তো একদিন হয়ে উঠবেন ‘নতুন রাজা’।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর